ইজিবাইক জটে খুলনা মহানগরীর সড়কগুলোর অবস্থা নাজুক। যত্রতত্র পার্কিংয়ের কারণে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যানজট লেগেই থাকে। নগরীর সড়কগুলোতে ইজিবাইক নিয়ন্ত্রণের দাবি দীর্ঘদিনের। সেদিকে গুরুত্ব না দিয়ে নতুন করে আরও ১ হাজার ৭৯২টি পণ্যবাহী ইজিবাইককে লাইসেন্স দিতে যাচ্ছে কেসিসি। কাল রোববার সকাল ৮টা থেকে নগরীর শহীদ হাদিস পার্কে লাইসেন্স বিতরণ কার্যক্রম শুরু হবে। চলবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত।
কেসিসি থেকে জানা গেছে, ২০২০ সালের ৪ অক্টোবর প্রথমবারের মতো ইজিবাইকের লাইসেন্স দেওয়া হয়। ওই সময় যাত্রীবাহী ৭ হাজার ৮৯৭টি ইজিবাইককে লাইসেন্স প্রদান করা হয়। নতুন করে আরও ১ হাজার ৭৯২টি লাইসেন্স দেওয়ায় নগরীতে লাইসেন্সধারী ইজিবাইকের সংখ্যা দাড়িয়েছে ৯ হাজারের ৬৮৯টি।
কেসিসির সিনিয়র লাইসেন্স অফিসার ফারুক তালুকদার জানান, স্বল্পখরচে সহজে পণ্য বহনযোগ্য হওয়ায় নগরীতে দিন দিন পণ্যবাহী ইজিবাইকের সংখ্যা বাড়ছে। মাত্রাতিরিক্ত ইজিবাইক নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে পণ্যবাহী ইজিবাইককে লাইসেন্স দেওয়া হবে। রোববার সকাল ৮টায় সিটি মেয়র লাইসেন্স বিতরণ কাজের উদ্বোধন করবেন। ৮দিন ধরে লাইসেন্স দেওয়া হবে।
নিরাপদ সড়ক চাইয়ের মহানগর সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মুন্না বলেন, খুলনা নগরীতে যানজটের অন্যতম কারণ ইজিবাইক। ইজিবাইক চালকদের কারোরই ট্রাফিক আইন সম্পর্কে ধারণা নেই। তারা ইচ্ছে মতো পার্কিং করে, ব্যস্ত সড়কে ওভারটেক করতে গিয়ে যানজট তৈরি করে। এজন্য চালকদের লাইসেন্স প্রদানের আগে প্রশিক্ষণ দেওয়ার দাবি ছিলো। কিন্তু কেসিসির সেদিকে গুরুত্ব নেই।
তবে কেসিসির সিনিয়র লাইসেন্স অফিসার ফারুক তালুকদার জানান, চালকদের প্রশিক্ষণের বিষয়টি পরিকল্পনায় রয়েছে।
কেসিসির লাইসেন্স শাখা থেকে জানা গেছে, রোববার ১ থেকে ৬নং ওয়ার্ড, সোমবার ৭ থেকে ১৬নং ওয়ার্ড, মঙ্গলবার ১৭, ১৮ ও ১৯নং ওয়ার্ড, বুধবার ২০, ২১ ও ২২নং ওয়ার্ড, বৃহস্পতিবার ২৩, ২৪ ও ২৫নং ওয়ার্ডের লাইসেন্স দেওয়া হবে। শুক্র ও শনিবার ছুটি শেষে ১১ সেপ্টেম্বর রোববার ২৬ থেকে ২৯নং ওয়ার্ড, ১২ সেপ্টেম্বর ৩০ ও ৩১নং ওয়ার্ড এবং ১৩ সেপ্টেম্বর বিশেষ তালিকা ও বাদ পড়াদের লাইসেন্স দেওয়া হবে।
নির্ধারিত দিনে নির্দিষ্ট ওয়ার্ডের আবেদনকারীদের জাতীয় পরিচয়পত্রের মূল কপি, ১০ হাজার টাকার পে-অর্ডারের মূল কপিসহ ইজিবাইক নিয়ে হাদিস পার্কে উপস্থিত থাকতে বলা হয়েছে।
খুলনা গেজেট/এইচএইচ/এমএম