খুলনা, বাংলাদেশ | ১০ মাঘ, ১৪৩১ | ২৪ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ২৩ দিনে ডেঙ্গুতে ৯ মৃত্যু, আক্রান্ত হাজার ছুঁইছুঁই

এক সারিতে দাঁড়াচ্ছে সাতটি গ্রহ!

গেজেট ডেস্ক 

চলতি মাসেই মহাজাগতিক বিরল ঘটনা ঘটতে চলেছে। জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারির শুরুতে এক সারিতে অবস্থান করতে চলেছে সৌরজগতের ৭ গ্রহ। বিশেষজ্ঞরা মহাজাগতিক এ বিরল ঘটনাকে বলছেন ‘গ্রহের কুচকাওয়াজ’।

আমেরিকার ইউএসএ টুডে, এনবিসি ৫ শিকাগোসহ বেশকিছু সংবাদমাধ্যম জানিয়েছে, রাতের আকাশে সারিবদ্ধ হতে দেখা যাবে ৭ গ্রহকে। বিরল এ মহাজাগতিক ঘটনা খালি চোখেই দেখা যাবে।

এদিকে বার্ষিক আমেরিকান সাময়িকী ফার্মার্স অ্যালমানাক জানিয়েছে, এক সারিতে অবস্থান করা সাতটি গ্রহ হলো বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন।

ফ্লোডিরার সায়েন্স অ্যান্ড নেচার জাদুঘরের প্ল্যানেটেরিয়াম সুপারভাইজারের বিশপ (অধ্যক্ষ) হান্না স্পার্কস বলেন, গ্রহগুলো একটি সরল রেখায় না হলেও সূর্যের এক পাশে বেশ কাছাকাছি অবস্থানে রয়েছে।

আমেরিকার ইউএসএ টুডের প্রতিবেদনে নাসা বলছে, এক সরলরেখায় অসংখ্য গ্রহ দেখার সুযোগ খুব বিরল না হলেও প্রতি বছর এটা ঘটে। তাই জানুয়ারির আকাশ পরীক্ষা করে দেখা উচিত।

যে গ্রহগুলো ভালো দেখা যাবে
বিশেষজ্ঞরা বলছেন, ৭টি গ্রহ এক সারিতে অবস্থান করলেও প্রতিটি গ্রহকে স্পষ্ট নাও দেখা যেতে পারে। তবে শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি গ্রহকে খালি চোখে দেখার সম্ভাবনা বেশি রয়েছে। একই সারিতে বুধ, ইউরেনাস ও নেপচুন থাকলেও তা স্পষ্ট দেখার জন্য বাইনোকুলার এবং টেলিস্কোপ ব্যবহারের প্রয়োজন হবে।

কীভাবে দেখবেন?
রাতের আকাশে গ্রহগুলোকে একই সারিতে দেখার উপায় জানিয়েছেন বাফেলো স্টেট ইউনিভার্সিটির প্ল্যানেটোরিয়াম ডিরেক্টর কেভিন উইলিয়ামস।

তিনি বলেন, জানুয়ারির মাঝামাঝি সময়ের থেকে শুরু করে ফেব্রুয়ারির প্রথমদিকের সময়গুলোতে রাতের আকাশে চোখ রাখুন। সূর্য ডোবার কয়েক ঘন্টা পর মেঘমুক্ত পরিবেশে দক্ষিণের আকাশ মহাজাগতিক এ বিরল ঘটনা দেখার সুযোগ করে দেবে।

‘গ্রহের কুচকাওয়াজ’ দেখার ক্ষেত্রে পরামর্শ দিয়েছেন জ্যোতির্বিদ্যা শিক্ষাবিদ হান্টার মিলার। তিনি বলেন, এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে গ্রহগুলো খালি চোখে নক্ষত্রের মতো দেখায়। তবে মনে রাখতে হবে, একই সরলরেখায় থাকা গ্রহগুলো নক্ষত্রের চেয়ে উজ্জ্বল হবে এবং মঙ্গল গ্রহকে এসময় লাল-কমলা বিন্দুর মতো দেখাবে।

মিলার আরও বলেন, প্রথমদিকে একই সরলরেখায় অবস্থান করবে ৬ গ্রহ। এরপর সাত নাম্বার গ্রহ হিসেবে ‘গ্রহের কুচকাওয়াজ’-এ সবার শেষে যুক্ত হবে বুধ। ফেব্রুয়ারির শেষে বুধ যুক্ত হবার পর গ্রহগুলো প্রান্তিকভাবে নির্দিষ্ট সময় অবস্থান করবে। এরপর বসন্ত আসার মুহূর্ত থেকেই গ্রহগুলো একটি থেকে অন্যটি থেকে দূরে সরে যেতে থাকবে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!