‘এ অভিশাপ থেকে কবে মুক্তি পাবো জানি না। বাবার ঘরে অভাব থাকায় বুজতে শিখে নদীতে জাল টেনে মাছ ধরছি। বিয়ের পরে স্বামীর ঘরে ভেবেছিলাম মুক্তি পাবো নদীতে মাছ ধরা থেকে। কিন্তু বিয়ের বছর দশেক পরে স্বামী ছেড়ে চলে যাওয়ায় বাবার বাড়ি চলে এসে সেই থেকে আবার নদীতে মাছ ধরি।
রাতের জোয়ার দিনের জোয়ার মিলে কোন দিন এক শত পোনা কোন দিন ২ শত থেকে আড়াই শত পোনা পাই। প্রতিটা পোনা ৫০ পয়সা থেকে এক টাকা করে বিক্রি হয়। এভাবে কোন দিন ৫০ টাকা, ১০০ টাকা বা ২০০ টাকা করে প্রতি দিন আয় করি। মাসে ১০ থেকে ১৫ দিন জাল টানি ১৫০০ টাকা থেকে ২ হাজার টাকা আয় করি। আর বাকি সময় বসে থাকি। খেয়ে না খেয়ে অনেক কষ্ট করে চলি। এভাবে বলছিলেন স্বামী পরিত্যক্তা মরিয়ম খাতুন (৪৬)।
শনিবার দুপুরের জোয়ারের সময় কপোতাক্ষ নদীর তীরে তার ছেড়া জাল সেলাই করে নদীতে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।
খুলনার কয়রা উপজেলার মদিনাবাদ গ্রামের কপোতাক্ষ নদীর তীরে বাবার ভিটায় বাস করেন মরিয়ম। ২৫ বছর আগে উপজেলার মহারাজপুর ইউনিয়নের জয়পুর গ্রামের আবুল হাসানের সাথে বিয়ে হয় মরিয়মের। কিন্তু বিয়ের পরে কোন সন্তান না হওয়ায় স্বামী ছেড়ে দিয়ে অন্য জায়গায় বিয়ে করেন। সেই থেকে এক মুঠো খাবারের জন্য দিন রাত জীবনের সাথে যুদ্ধ করে নদীতে জাল টানেন তিনি।
খুলনা গেজেট/এনএম