ইশান কিশান ও হার্দিক পান্ডিয়ার ব্যাটে লড়াই করছে ভারত। দলকে খেলায় ফেরাতে দায়িত্বশীল ভূমিকা পালন করেন তারা। পঞ্চম উইকেটে ইতোমধ্যে ১০২ বলে ৯০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন ইশান-পান্ডিয়া।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৩২ ওভারের খেলা শেষে ৪ উইকেটে ১৬০ রান। ৫৯ ও ৪৫ রানে ব্যাট করছেন ইশান কিশান ও হার্দিক পান্ডিয়া।
শনিবার শ্রীলংকার পাল্লেকেল্লে স্টেডিয়ামে এশিয়া কাপের তৃতীয় ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
প্রথমে ব্যাট করতে নেমেই পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফের গতিতে বিপাকে পড়ে যায় ভারত। ১৪.১ ওভারে দলীয় ৬৬ রানেই সাজঘরে ফেরেন ভারতের চার তারকা ব্যাটসম্যান রোহিত শর্মা, বিরাট কোহলি, স্রেয়াশ আইয়ার ও শুভমান গিল।
রোহিত-কোহলিকে বোল্ড করে দলীয় ২৭ রানেই সাজঘরে ফেরান শাহিন শাহ আফ্রিদি। স্রেয়াশ আইয়ার শিকার হন হারিস রউফের বলে ফখর জামানের দুর্দান্ত ক্যাচে। আর শুভমান গিলকে বোল্ড করেন রউফ।
খুলনা গেজেট/ টিএ