তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন মানুষের কাছে টাকা দাবি করে আসছে বলে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৬ফেব্রুয়ারি) ‘ইউএনও তেরখাদা খুলনা’ নামের ফেসবুক আইডিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ পোস্ট করেন।
সর্বসাধারণের অবগতির জন্য ফেসবুক পোস্টে ইউএনও লিখেছেন, উপজেলা নির্বাহী অফিসার তেরখাদা খুলনার মোবাইল নাম্বার ক্লোন হয়েছে। প্রতারক চক্র বিভিন্ন ব্যক্তির কাছে ফোন করে প্রতারণার চেষ্টা করছে। সকলকে প্রতারক চক্র হতে সতর্ক হওয়ার জন্য অনুরোধ করা হলো।
এ বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ খুলনা গেজেটকে জানান, সরকারি নম্বরে কল করে টাকা দাবি করছে প্রতারক চক্র। সকলকে বিভ্রান্ত না হয়ে সাবধান হতে এবং আর্থিক লেনদেন থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে। প্রতারক চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে থানার ওসিকে অবহিত করা হয়েছে।
তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান খুলনা গেজেটকে জানান, ইউএনওর সরকারি নাম্বার ক্লোন করে প্রতারণার সাথে জড়িতদের ধরতে আমরা অনুসন্ধান শুরু করেছি৷ এ বিষয়ে পুলিশ কাজ করছে।
খুলনা গেজেট/এএজে