খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, আসাদের রক্তের ধারাবাহিকতায়ই মহান মুক্তিযুদ্ধে সফলতা। এই সফলতা অর্জনে ৩০ লক্ষ শহীদ আর আড়াই লক্ষ মা-বোনের ইজ্জত হারাতে হয়েছিলো। তিনি আরো বলেন, ১৯৬৯ সালের এই দিনে পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খান সরকারের বিরুদ্ধে এ দেশের ছাত্রসমাজের ১১ দফা কর্মসূচির মিছিলে নেতৃত্ব দিতে গিয়ে পুলিশের গুলিতে জীবন দেন ছাত্রনেতা আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান। পুলিশের গুলিতে নিহত হন আসাদ। এ সময়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মাস্টার্সের ছাত্র ছিলেন। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আসাদদের রক্তের উপর দাড়িয়ে বাংলাদেশ, এই বাংলাদেশকে কোন অপশক্তির হাতে তুলে দেয়া যাবে না। এটাই হোক স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীর অঙ্গিকার।
গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় দলীয় কার্যালয়ে শহীদ আসাদ দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু।
সভা পরিচালনা করেন মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ। এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা শেখ ফারুক হাসান হিটলু, এস এম আকিল উদ্দিন, মো. সফিকুর রহমান পলাশ, এ্যাড. এ কে এম শাহজাহান কচি, এস এম আসাদুজ্জামান রাসেল, জিয়াউল ইসলাম মন্টু, এস এম মোজাফফর রশিদী রেজা, এ্যাড. শেখ ফারুক হোসেন, আব্দুল হাই পলাশ, এ্যাড. শামীম মোশাররফ, মো. নজরুল ইসলাম, মো. শিহাব্ উদ্দিন, এ্যাড. সুলতানা রহমান শিল্পী, পারভীন ইলিয়াছ, নূরীনা রহমান বিউটি, আফরোজা হক কোহিনুর, সবনম মোস্তারী বকুল, ফেরদৌসী আলম রিতা, মাকসুদা খানম পাখি প্রমুখ। পরে শহীদ আসাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।
খুলনা গেজেট/এ হোসেন