সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের মদিনাতুল উলুম ফাজিল মাদরাসার দুর্নীতি, অনিয়ম ও পরিবারতন্ত্র বন্ধসহ সুষ্ঠু ভাবে মাদরাসা পরিচালনার স্বার্থে ১০ দফা দাবীতে মানববন্ধন কর্মসুচি পালন করেছে এলাকাবাসী। শনিবার (২০ ফেব্রুয়ারি) উপজেলার চেঁচুয়া গ্রামে মাদরাসার সামনে এই মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি সদস্য ও মাদরাসা পরিচালনা পরিষদের বিদ্যোৎসাহী সদস্য এনামুল হোসেন, আবু দাউদ সানা, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান, আশরাফ হোসেন, ইউসুফ আলি প্রমুখ।
বক্তারা বলেন, গুটি কয়েক দুর্নীতিবাজ ও ষড়যন্ত্রকারীর কারণে আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী মদিনাতুল উলুম ফাজিল মাদরাসাটি অচল হতে বসেছে। রাজনৈতিক আলোচনা, অনিয়ম বাস্তবায়নে পরিকল্পনা ও সরকার বিরোধী ষড়যন্ত্র নিয়ে শিক্ষকরা ব্যস্ত থাকায় মাদ্রাসায় লেখাপড়ার পরিবেশ নষ্ট হয়েছে। মাদ্রাসার সার্বিক কল্যান ও উন্নয়নের পক্ষে থাকা শিক্ষকরা তাদের ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। ফলে ক্রমশঃ মাদরাসায় ছাত্র ছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে।