সাতক্ষীরার আশাশুনিতে সেফটি ট্যাংকের মধ্যে আটকা পড়ে দুজনের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (১৯ জুলাই) বিকালে উপজেলার কুল্যা ইউনিয়নের মহিষাডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন সাতক্ষীরার অশাশুনি উপজেলার মহিষাডাঙ্গা গ্রামের নিমাই সরকারের ছেলে মিলন সরকার (২২) ও একই গ্রামের বসুদেব বিশ্বাসের ছেলে আশুতোষ বিশ্বাস (৪৫)।
স্থানীয়রা জানান, মিলন সরকার ওই বাড়িতে রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করতেন। সেখানে প্রায় ১০দিন আগে একটি সেফটি ট্যাংকির ছাঁদ ঢালাই করা হয়। বুধবার বিকালে মিলন সরকার সেফটি ট্যাংকির
ঢাকনা খুলে ভিতরে ঢালাই এর বাঁশ ও খুঁটি খুলছিলেন। এমন সময় তার ডাকচিৎকারে আশুতোষ বিশ্বাস ঘটনাস্থলে ছুটে যান। মিলন সরকারকে উদ্ধার করতে তিনিও সেফটি ট্যাংকির ভিতরে প্রবেশ করেন। একপর্যায়ে তিনিও চেঁচামেচি শুরু করেন। বিষয়টি জানতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে তাদেরকে উদ্ধার করে আশাশুনি ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাদেরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে নেয়ার পর জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎস্যকরা তাদের দু’জনকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুর রহমান দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দীর্ঘ সময় সেফটি ট্যাংকির মুখ বন্ধ থাকার কারণে ভিতরে অক্সিজেন প্রবেশ করতে পারিনি যে কারণে এমন দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
খুলনা গেজেট/ বিএম শহিদ