আল্লাহর রাসুল হে প্রিয় নবী ইয়া রাসুলুল্লাহ,
আল্লাহর পথে আহবানকারী দাঈয়ান ইলাল্লাহ।
চির প্রদীপ্ত প্রদীপ তুমি হে সীরাজাম মুনীরা,
সারাবিশ্বের সতর্ককারী লিল আলামীনা নাযীরা।
মহত্তম চরিত্রের খুশবু তুমি খুলুকুন আযীম,
সম্মানিত রাসুল তুমি হে রাসুলুন করীম।
আদর্শ চরিত্র তোমার উসওয়াতুন হাসানা,
মুমিনের প্রতি দয়াবান অতি বিল মুমিনীনা।
মানবের সুসংবাদদাতা নবী তুমি হে বশীর,
উম্মতের সতর্ককারী রাসুল তুমি হে নযীর।
পরিষ্কার ব্যাখ্যাদাতা হে রাসুলুম মুবীন,
মুমিনের প্রতি কোমল লাইলুন বিল মুমিনীন।
তুমি অক্ষয় মহান জ্যোতি অনুপম হে নূর,
তোমার রওশনে হৃদয়ের জুলমত হবে দূর।
দোজাহানের করুণা তুমি রাহমাতুল্লিল আলামীন,
সকল আম্বিয়ার শেষ নবী খাতামুন নাবিয়্যীন।
মুমিনের প্রাণাধিক প্রিয় আওলা বিল মুমিনীনা,
বলেন আল্লাহর আমার বান্দা রাসুল আবদুনা।
আত্মার পবিত্রতা সাধনকারী হে রাসুল মুযাক্কী,
ছিলেন মরুর প্রিয় নবী নিরক্ষর নাবীয়ুল উম্মী।
আল্লাহর স্পষ্ট প্রমাণ ও জ্যোতি নবী চিরদিন,
তিনি বুরহান মির রাব্বিকুম ওয়া নূরুম মুবীন।
রউফ-প্রেমময়-তুমি, পরম দয়ালু নবী রহীম,
কলবে নবীর জুল-জালালের আলিফ লাম মীম।
সত্যের সাক্ষ্যদাতা তুমি হায়াতুন্নবী শাহীদ,
আর্ত-মানবতার সহায় নবী উম্মতের সুহৃদ।
কিতাব ও হিকমতের শিক্ষাদাতা পেলেন নবুয়ত,
ছিলেন রাসুল মুআলিমুল কিতাব ওয়াল হিকমত।
মানবের মাঝে মানব নবী তিনি বাশায়ার রাসুলা,
পবিত্র কুরআনে বলেন আল্লাহ আমার নবী রাসুলুনা।
সার্বজনীন নবী আল্লাহর রাসুলুল্লাহি ইলাইকুম জামীয়া,
দ্বীন-দুনিয়ার দ্যুতি শান্তির দূত দেন খোদা পাঠাইয়া।
বিশ্ববাসীর রাসুল তিনি রাসুলুন ইলা কাফফাতিন নাস,
শানে যার সুরভী ঝরে আল ফাতিহা হতে আন নাস।
মুমিনের জননী নবীজায়াগণ আযওয়াজুহু উম্মুহাতুম,
আল্লাহর গোপন রহস্য প্রকাশিল জুড়ে জগত ভূম।
খুলনা গেজেট/এনএম