খুলনা, বাংলাদেশ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ঐক্যমত কমিশনের সাথে বৈঠকে বসেছে জামায়াত, আজ প্রাথমিক পর‌্যায়ের আলোচনা শেষ হওয়ার আশা আলী রিয়াজের
  বেশি সময় না নিয়ে ঐক্যমতে পৌঁছানো উচিত : নায়েবে আমির
  নিউইয়র্কের ঐতিহাসিক ব্রুকলিন ব্রিজে মেক্সিকান নেভি জাহাজের ধাক্কায় নিহত ২, আহত কমপক্ষে ১৯

আর্জেন্টিনায় গোল করে অভিষেক রাঙালেন জামাল

ক্রীড়া প্রতিবেদক

আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দে মায়োতে অভিষেক ম্যাচে গোল করে দলকে জিতিয়েছেন বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া। তার গোলে ভর করে জার্মিনালকে ২-১ ব্যবধানে হারিয়েছে তারা।

বাংলাদেশ অধিনায়ককে বরণের সকল প্রস্তুতিই নিয়েছে সোল দে মায়ো। ‘ওয়েলকাম জামাল’ ব্যানারে স্বাগত জানানো হয়েছে তাকে। ম্যাচের ৮১ মিনিটে বাংলাদেশে থাকা ফুটবল ভক্তদের আনন্দের উপলক্ষ্য এনে দেন জামাল ভূঁইয়া। ডিবক্সে ফাউলের সূত্র ধরে পেনাল্টি পায় সোল দে মায়ো। স্পটকিক নিতে এগিয়ে আসেন জামাল। সেখান থেকে গোল করে অভিষেককে স্মরণীয় করে রাখেন।

এই ম্যাচে বাংলাদেশের প্রতি ভালোবাসার প্রদর্শনের জন্য লাল-সবুজ জার্সি পরে মাঠে নেমেছিল সোল দে মায়ো। গ্যালারিতেও ছিল বাংলাদেশি সমর্থকদের আধিক্য। বাংলাদেশের দর্শকদের প্রবেশ ছিল ফ্রি। আর্জেন্টিনায় অবস্থানরত অনেক প্রবাসী বাঙালিই গিয়েছিলেন দেশের অধিনায়কের খেলা দেখতে। তাদের হতাশ করেননি জামাল।

এর আগে ম্যাচের ৩০ মিনিটে ফার্নান্দো ভালদেবেনিতোর গোলে লিড পেয়েছিল জামাল ভূঁইয়ার দল। শেষদিকে ৮৭ মিনিটে জার্মিনালের গ্যাব্রিয়েল অব্রেডর গোল করলেও জয় নিশ্চিত করেই মাঠ ছেড়েছে সোল দে মায়ো।

এই জয়ের পর নিজেদের লিগে ৬ষ্ঠ স্থানেই রইলো জামালের ক্লাব। ২৪ ম্যাচে তাদের সংগ্রহ ৩২ পয়েন্ট। আর প্রতিপক্ষ জার্মিনাল আছে টেবিলের ৭ নাম্বার স্থানে। তাদের পয়েন্ট ২৪।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!