খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  অ্যান্টিগা টেস্ট: তৃতীয় দিন শেষে বাংলাদেশ ২৬৯/৯, পিছিয়ে ১৮১ রানে

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক

আগামী মাসে ঘরের মাঠে আফগানিস্তানের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। শনিবার (১৯ আগস্ট) এই দুই ম্যাচকে সামনে রেখে ৩২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। দলে ডাক পেয়েছে দুই নতুন মুখ। কজন হলেন দীপক রায় অন্যজন সারোয়ার জামান নিপু।

দুটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে বসুন্ধরা কিংস মাঠে। আগামীকাল (রোববার) থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। তিনি বলেন, ‘আমরা শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে খেলতে চাই। বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন হবে এবং দলও থাকবে নিকটবর্তী হোটেলে।’

আগামী ২৬ আগস্ট ঢাকায় আসবে আফগানিস্তান দল। স্থানীয় হোটেলে থেকে অনুশীলন করবে তারা। বাংলাদেশ দলে প্রথমবার ‍ডাক পাওয়া নিপু খেলেছেন এফসি উত্তরাতে। আর দীপন খেলেছেন শেখ রাসেলে।

বাংলাদেশ দল: আনিসুর রহমান জিকো, শহিদুল আলম, মিতুল মারমা, পাপ্পু হোসেন, বিশ্বনাথ ঘোষ, তপু বর্মণ, তারিক কাজী, রিমন হোসেন, সাদ উদ্দিন, রহমত মিয়া, আলমগীর মোল্লা, মুরাদ হোসেন, মেহেদি হাসান, ইসা ফয়সাল, আতিকুজ্জামান, সোহেল রানা, শেখ মোরসালিন, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা, আবু সাইদ, মজিবর রহমান জনি, রবিউল হাসান, জামাল ভূঁইয়া, রাকিব হোসেন, মতিন মিয়া, সুমন রেজা, ফয়সাল আহমেদ ফাহিম, দীপক রায়, আমিনুর রহমান সজীব, সারোয়ার জামান নিপু, জাফর ইকবাল ও মোহাম্মদ ইব্রাহিম।

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!