খুলনা, বাংলাদেশ | ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত

আট বছরেও মেলেনি সাংবাদিক মোল্যা ওলি হত্যার বিচার

অভয়নগর প্রতিনিধি

যশোরের অভয়নগরে নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক নির্বাহী সদস্য, শ্রমিক ও রাজনৈতিক নেতা বীর মুক্তিযোদ্ধা শহীদ মোল্যা ওলিয়ার রহমানের ৮ম হত্যাদিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

নওয়াপাড়া প্রেসক্লাবের আয়োজনে বুধবার বিকালে প্রেসক্লাবের সভাকক্ষে নজরুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ, কোষাধ্যক্ষ মফিজুর রহমান দপ্তরী, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, হত্যাকান্ডের আট বছর অতিবাহিত হলেও হত্যার বিচার এখনও মেলেনি। দ্রুত সময়ের মধ্যে হত্যাকারী, মদদদাতাসহ সকল অপরাধিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় সাংবাদিকরা কঠোর আন্দোলন করতে বাধ্য হবে।

সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা সুনীল দাস, এসএম আবিদ হাসান, সিনিয়র সহসভাপতি কামরুল হাসান, সহসভাপতি এসএম মুজিবর রহমান, সহসাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, দপ্তর সম্পাদক শাহিন হোসেন, ক্রীড়া সম্পাদক এমএম আলাউদ্দিন, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, নির্বাহী সদস্য রবিউল ইসলাম বিশ্বাস, সদস্য গাজী রেজাউল করিম, খায়রুল বাসার, মল্লিক খলিলুর রহমান, জাকির হোসেন হৃদয়, গাজী আবুল হোসেন, জসিম উদ্দিন বাচ্চু, ডিআর আনিস, শিকদার আনিস, লিটন, শেখ জাবেদ আলী, সাংবাদিক শফিকুল ইসলাম পিকুল, কামাল হোসেন, সোলাইমান বাদশাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ। দোয়া পরিচালনা করেন কোষাধ্যক্ষ মফিজুর রহমার দপ্তরী।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২৩ নভেম্বর সকাল আনুমানিক ৭ টার সময় অভয়নগর উপজেলা পরিষদ সংলগ্ন নওয়াপাড়া পৌর বাইপাস সড়কের মসজিদে আরাফাতের সামনে চিহ্নিত সন্ত্রাসীদের গুলিতে নিহত হন মোল্যা ওলিয়ার রহমান।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!