খুলনা, বাংলাদেশ | ৮ পৌষ, ১৪৩১ | ২৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  গাজীপুরে কারখানায় আগুন : নিহতের সংখ্যা বেড়ে ২
  হাইকোর্টের বেশ কয়েকজন বিচারপতির বিরুদ্ধে অনিয়ম তদন্তে রাষ্ট্রপতির অনুমোদন
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫

আজ কিছুই করব না

গেজেট ডেস্ক

সচেতন মানুষমাত্রই দিন শেষে হিসাব-নিকাশে বসেন। কী কী করার কথা ছিল, করা হয়নি কোন কাজগুলো। কিন্তু বছরজুড়ে প্রতিটা দিন কাজকর্মের কাঠগড়ায় নিজেকে দাঁড় করিয়ে রাখারও কোনো কারণ আছে কি? বছরে অন্তত একটা দিন তো কাটতেই পারে নিতান্ত কর্মহীন, গায়ে হাওয়া লাগিয়ে বিপুল আলস্যে। আজ আমি কোথাও যাব না, আজ আমার কিচ্ছু করার নেই, এমন করে যাক না একটা দিন।

হ্যাঁ, আজ তেমনই একটি দিবস। ১৬ জানুয়ারি, নাথিং ডে মানে ‘কিছু না’ দিবস। আক্ষরিক অর্থেই সারা দিন কিছু না করার এই অদ্ভুত দিনটির যাত্রা শুরু হয়েছিল ১৯৭৩ সালে। দিবসটির প্রথম প্রস্তাব করেছিলেন আমেরিকান কলাম লেখক হ্যারল্ড কফিন। ভদ্রলোকের ‘নাথিং অর্গানাইজেশন’ নামে রীতিমতো একটি সংগঠন আছে। কিছু না করার এ ধারণা বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়ার কাজ করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল এটি। স্বাভাবিকভাবেই সংগঠনটি কিছু করবে তো দূরের কথা, এখন পর্যন্ত একটি মিটিং পর্যন্ত করে উঠতে পারেনি। ডেজ অব দ্য ইয়ার অবলম্বনে।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!