আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি এখন সরকার পতনের হুমকি দেয় কিন্তু আওয়ামী লীগকে ভয় দেখিয়ে লাভ নেই।
আজ শনিবার চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেল উদ্বোধনের পর জনসমাবেশে দেয়া এক ভাষণে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছে। আর ওরা (বিএনপি) ভোট চোর, জনগণের অর্থ চোর। বিএনপি-জামায়াত মানেই হলো হত্যা, খুন, সন্ত্রাস, জঙ্গিবাদ।’
শেখ হাসিনা যখন চট্টগ্রামে বক্তব্য দিচ্ছিলেন তখন ঢাকায় সরকারের পদত্যাগের দাবিতে মহাসমাবেশ করছে বিএনপি। বিএনপির সমমনা দলগুলোও আলাদা সমাবেশ করছে ঢাকার বিভিন্ন জায়গায়।
শেখ হাসিনা আগামী সংসদ নির্বাচনে তার দলের নির্বাচনী প্রতীক নৌকায় ভোট দেয়ার আহবান জানিয়ে বলেন, তার দল ক্ষমতায় আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। ‘আপনাদের দোয়া চাই যেন উন্নয়নের ধারা অব্যাহত থাকে। লুটরাদের হাতে যেন দেশ না পড়ে।’
গত ১৫ বছরে তার সরকারের আমলে চট্টগ্রামের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা দিয়ে শেখ হাসিনা বলেন, ‘নৌকা মার্কায় ভোট দিয়েছেন বলে এত উন্নয়ন সম্ভব হয়েছে। কিন্তু আমরা যখন উন্নয়ন করি বিএনপি-জামায়াত তখন ধ্বংস করে। আগুন দিয়ে জ্যান্ত মানুষ মারার ইতিহাস তাদের। এরা খুন করা ছাড়া কিছু জানে না। আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মী খুন করেছে তারা।’
এর আগে পতেঙ্গা প্রান্তে টানেলের ফলক উন্মোচন করে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে জনসভায় তিনি জানান, নদীর তলদেশ দিয়ে এমন টানেল দক্ষিণ এশিয়ায় এটাই প্রথম। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে এই টানেলের নির্মাণকাজের উদ্বোধন করেছিলেন তিনি।
খুলনা গেজেট/ টিএ