খুলনা, বাংলাদেশ | ২ মাঘ, ১৪৩১ | ১৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩ বাতিল
  সর্বদলীয় বৈঠকে বিএনপি-জামায়াতের প্রতিনিধি দল
  শুধু ওয়াদা নয়, ন্যায্য স্বাধীনতা প্রতিষ্ঠায় জামায়াতের রাজনীতি : ডা. শফিকুর
  ১৭ বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফু্জ্জামান বাবর
  দেশে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত নারীর মৃত্যু

আইপিএলের প্লে-অফের লাইনআপ চূড়ান্ত

ক্রীড়া ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) লিগ পর্বের খেলা শেষ হওয়ার আগেই প্লে-অফের লাইনআপ চূড়ান্ত হয়েছে। এবার শেষ চার নিশ্চিত করেছে গুজরাট টাইটান্স, রাজস্থান রয়্যালস, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

আইপিএলে প্রথমবার অংশ নিয়েই বাজিমাত করেছে গুজরাট টাইটান্স ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। দুই দল শীর্ষস্থান দখলের জন্য ভালো লড়াই দেখিয়েছে। যদিও গুজরাটই সবচেয়ে এগিয়ে ছিল। ১৪ ম্যাচে সর্বোচ্চ ১০ জয় নিয়ে ২০ পয়েন্টধারী গুজরাটই তাই লিগ পর্বের সেরা দল।

লক্ষ্ণৌ সুপার জায়ান্টস অল্পের জন্য শীর্ষ ২-এ থাকতে পারেনি। রাজস্থান রয়্যালসের চেয়ে রান রেটে সামান্য ব্যবধানে পিছিয়ে থাকায় তৃতীয় হতে হয়েছে ৯ জয় পাওয়া দলটিকে। রাজস্থানই জিতেছে সমান ৯টি ম্যাচ। ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর পয়েন্ট টেবিলে চতুর্থ।

আগামী ২৪ মে ১ম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের দুই শীর্ষ দল গুজরাট ও রাজস্থান। এই ম্যাচের জয়ী দলে উঠে যাবে ফাইনালে। ২৫ মে এলিমিনেটর ম্যাচে লক্ষ্ণৌ খেলবে ব্যাঙ্গালোরের বিপক্ষে। এই ম্যাচে যে দল হারবে, তারা ছিটকে পড়বে ফাইনালের দৌড় থেকে। আর বিজয়ী দল ২৭ মে ২য় কোয়ালিফায়ারে ১ম কোয়ালিফায়ারের পরাজিত দলের মোকাবেলা করবে।

দুই কোয়ালিফায়ারের জয়ী দল ২৯ মে আইপিএলের ফাইনালে লড়বে।

একনজরে প্লে-অফের সূচি
তারিখ ও সময় (বাংলাদেশ সময় অনুযায়ী)                                        ম্যাচ দল                                                      ভেন্যু
২৪ মে রাত ৮টা                                  ১ম কোয়ালিফায়ার গুজরাট টাইটান্স বনাম রাজস্থান রয়্যালস                        কলকাতা
২৫ মে রাত ৮টা                              এলিমিনেটর লক্ষ্ণৌ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর          কলকাতা
২৭ মে রাত ৮টা                     ২য় কোয়ালিফায়ার ১ম কোয়ালিফায়ারের পরাজিত দল বনাম এলিমিনেটরের জয়ী দল আহমেদাবাদ
২৯ মে রাত সাড়ে ৮টা                                  ফাইনাল দুই কোয়ালিফায়ারের বিজয়ী দল                                            আহমেদাবাদ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!