বেনাপোলের বহুলালোচিত নাসির উদ্দিন ওরফে গোল্ড নাসির ওরফে পিস্তল নাসিরকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। শনিবার সকালে শার্শার বাগআচঁড়া হাইস্কুল মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়। সে শার্শা উপজেলার পুটখালী গ্রামের মৃত বুদো সরদারের ছেলে। তার কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ১ টি ওয়ান শুটার গান, ৩ টি রিভলবার, ৪টি ম্যাগজিন ও ১৯ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। এ ঘটনায় বিকেলে র্যাব-৬ খুলনা কার্যালয়ে ব্রিফিং করেছেন অধিনায়ক ফিরোজ কবির।
উল্লেখ্য, গোল্ড নাসির উদ্দিন আইন প্রয়োগকারী সংস্থার কাছে মোস্ট ওয়ান্টেড ছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডজন খানেক মামলা রয়েছ। অস্ত্র মাদক ও কয়েকটি সোনা পাচার ও সোনা উদ্ধার সংক্রান্ত মামলায় তাঁকে খুজছিল আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থার সদস্যরা। আরো কয়েকটি মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হতে পারে বলেও তথ্য মিলেছে।
অভিযোগ রয়েছে গোল্ড নাসির দীর্ঘদিন বেনাপোলের সীমান্ত এলাকায় নানা অপকর্মে জড়িত। সে সোনারবার পাচার ও অস্ত্র ব্যবসার সাথে জড়িত। এ কাজে সে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের সাথে সখ্যতা বজায় রেখে অবৈধ কারবার চালিয়ে যেতো। কিন্তু এদিন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ সদস্যরা অভিযান চালিয়ে ৬টি অস্ত্র, ৪টি ম্যাগজিন ও ১৯ রাউন্ড গুলিসহ আটত করতে সক্ষম হয়েছে।
খুলনা গেজেট/ টিএ