খুলনা, বাংলাদেশ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করায় প্রকাশ্য ক্ষমা চাইতে সারজিস আলমকে লিগ্যাল নোটিশ
  প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি ও জামায়াত নেতাদের বৈঠক সন্ধ্যায়
মামলা তুলে না নেওয়ায় সন্ত্রাসী হামলা

লোহাগড়ায় অর্ধশত বাড়ি ভাঙচুর-লুটপাট, ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি

লোহাগড়া প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামের মধ্যপাড়ায় পূর্বের একটি হত্যা মামলাসহ একাধিক মামলা প্রত্যাহার না করায় প্রতিপক্ষের নেতৃত্বে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় দুই শতাধিক লোকের একটি সংঘবদ্ধ দল এই হামলা চালায়। হামলায় প্রায় অর্ধশতাধিক বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যায়। এ ঘটনায় প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেখ রবুল ওরফে রবুল খেচি, মশি মোল্লা, ওহিদুর শেখ, মহিউদ্দিন শেখ ওরফে মহিউদ্দিন দত্ত, মানিক দত্ত, ফিরোজ মিরে, মুসা মিরে, নাছির সরদার, নিজাম মিরে এবং মাসুদ কাজীর নেতৃত্বে এ হামলা চালানো হয়। অভিযুক্তদের বিরুদ্ধে হত্যা, মারধর ও দাঙ্গাসহ একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে কথিত গ্রাম্য কোর্টের নামে সাধারণ মানুষকে ভয়ভীতি, হুমকি ও চাঁদাবাজির মাধ্যমে জিম্মি করে রেখেছে।

জানা গেছে, হামলাকারীরা পূর্বের মামলাগুলো তুলে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে ভুক্তভোগীদের হুমকি দিয়ে আসছিল। মামলা না তোলায় মঙ্গলবার পরিকল্পিতভাবে প্রায় ৪০-৫০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এর আগেও তারা লাবু শেখের বাড়িতে হামলা চালায়, ঈদুল ফিতরের দিন শহিদুল লস্কর ও তার ছেলে প্রবাসী শাহীন লস্করকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। তার শরীরের এমন কোনো অংশ নেই যেখানে ধারালো অস্ত্রের আঘাত করা হয়নি। অথচ আগেই গ্রাম্য কোর্ট তাকে মামলা না করার পরামর্শ দিয়ে দায়সারা শালিস করে। পরে তার বাবা আহিদুল লস্করকেও ঈদের দিন মারধর করা হয়। এ ঘটনায় প্রিন্স খান, হাসমত লস্করসহ আরও কয়েকজন মারাত্মক ভাবে আহত হয়।

মামলা তুলে না নেওয়ায় দুর্বৃত্তরা ঐ গ্রামের মাকসুদ শেখ ওরফে কেসমত , শামীম শেখ , হুমায়ুন শেখ, ইরান শেখ , পটু শেখ, শাহীন লস্কর, প্রিন্স খান, আকিকুল শেখের বাড়িসহ প্রায় অর্ধশত বাড়ি ঘরে ভাঙচুর ও লুটপাট চালিয়ে প্রায় ৫ কোটি টাকার ক্ষতি সাধন করে।

গ্রামবাসীর অভিযোগ, হামলাকারীরা স্থানীয় রাজনৈতিক দল আওয়ামী লীগের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এখনো তার ব্যতিক্রম নয়। এই বাহিনীর দৌরাত্ম্যে গ্রামের একটি পক্ষ গত দুই বছর ধরে ভিটে বাড়িতে ফিরতে পারছে না। ঘেরের মাছ পর্যন্ত লুটপাট করে অনেক পরিবারকে সর্বস্বান্ত করে দিয়েছে।

ভুক্তভোগীরা দ্রুত প্রশাসন ও সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে এই সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে এলাকাবাসী শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারেন।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের দিঘলিয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত অফিসার এসআই তারক বিশ্বাস জানান, “ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিস্থিতি পর্যবেক্ষণ করে স্থানীয় মেম্বার মানিক মিয়ার সাথে কথা হয়েছে। বর্তমানে এলাকায় শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে।”

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান জানান এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

খুলনা গেজেট/জেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!