খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আরও ৬০ দিন বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা
  রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
  দেশে একজনের শরীরে এইচএমপিভি ভাইরাস শনাক্ত : আইইডিসিআর

অভয়নগরের টেকা নদী বন্ধ করে ব্রিজ নির্মাণের প্রস্তুতি, ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কা

অভয়নগর প্রতিনিধি

অভয়নগর- মণিরামপুরের সীমান্তবর্তী টেকা নদী বন্ধ করে টেকা ব্রিজ পূন:নির্মাণ করার প্রস্তুতি চলছে। জলাবদ্ধাতার আশঙ্কা ভবদহ বাসির। প্রশ্ন উঠেছে কেন টেকা নদী বন্ধ করে হচ্ছে ব্রিজ নির্মাণ?

তারা অভিযোগ করে বলেন, টেকা নদী নিয়ে ভবদহ অঞ্চলের পানি প্রবাহিত হয়ে ৩৫টি গেট দিয়ে শ্রী নদীতে পড়ে। এখন টেকা ব্রিজ পূণ:নির্মাণ করতে যদি টেকা নদী আটঁকিয়ে দেওয়া হয় তাহলে ভবদহ অঞ্চল বাসি ডুবে মরবে।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, টেকা ব্রিজ পুনঃ:নির্মাণ করতে টেকানদীতে বাঁধ দিয়ে খাল কেটে তার উপর দিয়ে বেইলি ব্রিজ নির্মাণ করা হবে।

শিক্ষক গোপাল চন্দ্র বিশ্বাস বলেন, ট্রেকা ব্রিজ নির্মাণ করতে দুই-তিন বছর সময় লাগবে, এই দুই-তিন বছর ভবদহের গেট দিয়ে পানি প্রবাহ প্রায় বন্ধ হয়ে যাবে। তাছাড়ও টেকা ব্রিজ নির্মাণ করতে টেকা নদী না আটকিয়ে স্টিল ব্রিজ নির্মাণ করলে পানি চলাচলে কোন অসুবিধা হবে না।

সরেজমিনে গিয়ে দেখা যায়, টেকা ব্রিজ এর ৫০মিটার উত্তরে বাঁশের বাঁধ দেওয়া হয়েছে। এ বাঁধ দেয়ার কারণে কচুরিপানা এসে বাঁধের গায়ে চাপ দিচ্ছে, যে কারণে এই বাঁধে এখনই পানি প্রবাহ বাঁধা সৃষ্টি করছে। এর মধ্যে বালি ভরাট করলে পানি বন্ধ হয়ে ভবদহ অঞ্চলের বাসিন্দাদের জন্য ভয়াবহ আকার ধারণ করবে।

এ ব্যাপারে টেকা বাজারের ব্যবসায়ী শংকর রায় বলেন, এই নদী বন্ধ করে দিলে টেকা নদীর পাড়ের বাসিন্দা সহ ভবদহ অঞ্চলবাসি এ বছর বর্ষা মৌসুমে ডুবে মরবে।

চলিশিয়া ইউনিয়নের বাসিন্দা মশিয়ার গাজী বলেন, এখন টেকা নদী বন্ধ করে দিলে ভবদহের গেট দিয়ে যত টুকু পানি যাচ্ছিল তা আর যাবে না। তাহলে পানির চাপে আমাদের রোপনকৃত বোরো ধান ডুবে যাবে।

এ ব্যাপারে মণিরামপুরের ১৫নং কুলটিয়া ইউপি চেয়ারম্যান শেখর চন্দ্র রায় বলেন, টেকা ব্রিজ পুন:নির্মাণ করতে যেয়ে টেকা নদী বন্ধ করে দিয়ে জল সরানোর জন্য ৩ ফুট মত জায়গা রাখলে হবে না। তাহলে ভবদহ অঞ্চলবাসির জন্য জলাবদ্ধতা ভয়াবহ রূপ নেবে। তাই উদ্ধর্তন কর্তৃপক্ষের নিকট দাবি, পর্যাপ্ত পানি সরানোর ব্যবস্থা রেখে টেকা নদীতে বাঁধ দেয়া হোক।

এব্যাপারে কাজের লাইন ম্যান রেজাউল ইসলাম বলেন, টেকা ব্রিজ পূন:নির্মাণ করতে টেকা নদীতে বাঁধ দিয়ে নদী বন্ধ করে পশ্চিম পাশ দিয়ে খাল কেটে তার উপর দিয়ে বেইলি ব্রিজ নির্মাণ করে দেয়া হবে।

এব্যাপারে মণিরামপুর উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস বলেন, বিষয়টি আমাদের নলেজে এসেছে। ওরা যেভাবে করতে চাচ্ছে ওভাবে হবে না। পানি প্রবাহ সচল রেখে টেকা ব্রিজ নির্মাণ করতে হবে।

এ ব্যাপারে যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. তাওহিদুল ইসলাম জানান, আমরা টেকা নদী বন্ধ করতে নিষেধ করেছি। কমপক্ষে ১৫ ফিট নদী ফাঁকা রেখে পানি প্রবাহ সচল রাখতে হবে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!