যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী চুন্দার বিল নামক একটি মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে প্রায় ৪৩/৪৫ মণ মাছ মরে পঁচে গেছে। ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মাছ চাষি তরিকুল ইসলাম। উপজেলার ধোপাদী গ্রামের বাসিন্দা তরিকুল ইসলাম।ঘটনাটি মঙ্গলবার মধ্যে রাতে কোনো এক সময় এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন তিনি।
সরেজমিনে দেখা যায়, মৎস্য ঘেরে এক পাশে রুই, কাতলা, সিলভারসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠছে ।
ঘেরের মালিক তরিকুল ইসলাম জানান, কয়েক দিন আগে তাঁর মৎস্য ঘের পাশে বেশ কয়েক জনকে ঘুরাঘুরি করতে দেখতে পায়। কে বা কারা রাতে গ্যাসের টেবলেট দিয়ে আমার মাছ এভাবে শেষ করেছে তা জানিনা। তিনি আরো বলেন, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে বুধবার সকালে মৎস্য ঘেরে গিয়ে দেখতে পাই ঘেরের রুই, কাতলা, সিলভারসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠছে। যার আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান জানান, মাছ মারা যাওয়ার ঘটনার বিষয়ে থানায় অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।