খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  সাতক্ষীরা পৌর মেয়রের বরখাস্তের আদেশ অবৈধ : হাইকোর্ট
  দুবাই পালানোর সময় মানবপাচারকারী রনি চট্টগ্রাম বিমানবন্দর থেকে গ্রেপ্তার
বন্ধের দাবিতে গণস্বাক্ষর যুক্ত আবেদন

অভয়নগরে বন্ধ হচ্ছে না আবাসিক এলাকায় কয়লা ড্যাম্পিং, দূষিত হচ্ছে পরিবেশ

অভয়নগর প্রতিনিধি

যশোরের অভয়নগরে আবাসিক এলাকায় কয়লা ড্যাম্পিং (স্তুপ) করা বন্ধ হচ্ছে না। মানববন্ধন, প্রতিবাদ সভা ও স্মারকলিপি দেয়ার পরও অভয়নগরের চিহ্নিত কিছু আবাসিক এলাকায় কয়লার ড্যাম্প স্থায়ীভাবে গড়ে তোলা হয়েছে। যশোর-খুলনা মহাসড়ক, ভৈরব নদীর পাড় ও রেলপথের পাশসহ আবাসিক এলাকায় গড়ে তোলা ড্যাম্পের কারণে সব বয়সি মানুষ কয়লার বিষাক্ত দূষণে ফুসফুসজনিত বিভিন্ন রোগে আক্রান্তসহ পরিবেশ দূষিত হচ্ছে। আবাসিক এলাকায় কয়লার ড্যাম্পিং না করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লিখিত আবেদন করেছেন এলাকাবাসি।

উপজেলার প্রেমবাগ ইউনিয়নের চেঙ্গুটিয়া বুড়োরদোকান আদর্শপাড়া এলাকাবাসীর গণস্বাক্ষর সংযুক্ত আবেদন পত্রে উল্লেখ করা হয়েছে, চেঙ্গুটিয়া আদর্শপাড়া বুড়োরদোকান (মজুমদার অটোরাইচ মিলের পার্শ্বে) সংলগ্ন আবাসিক এলাকার মধ্যে একটি মহল কয়লা ড্যাম্পিং করেছে। তারা আরো কয়লা ড্যাম্পিংএর প্রস্তুতি শুরু করেছে। ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় কয়লা ড্যাম্পিং করায় পরিবেশ দূষিত হচ্ছে। স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে সব বয়সি মানুষ। কয়লার ডাস্ট (ধূলা) খাবার নষ্ট করছে। ইতোপূর্বে কয়লার ড্যাম্পিং বন্ধের জন্য মহাসড়কে মানববন্ধন, স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কিছুদিন বন্ধ থাকার পর পুনরায় ড্যাম্পিং করার প্রস্তুতি নিচ্ছে। এছাড়া ড্যাম্পিং এলাকার শত গজের মধ্যে মসজিদ ও সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র রয়েছে। সবদিক বিবেচনা করে কয়লা ড্যাম্পিং বন্ধ করার ব্যবস্থা করতে অনুরোধ করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন বলেন, কয়লা ড্যাম্পিং বন্ধে গণস্বাক্ষর সংযুক্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!