খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দেশে একজনের শরীরে এইচএমপিভি ভাইরাস শনাক্ত : আইইডিসিআর
  ফরিদপুরের নগরকান্দায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
  সাতক্ষীরা পৌর মেয়রের বরখাস্তের আদেশ অবৈধ : হাইকোর্ট

অভয়নগরে ধোপাদীতে বিবাহিত-অবিবাহিত প্রীতি ফুটবল ম্যাচ

অভয়নগর প্রতিনিধি

অভয়নগরে বিবাহিত বনাম অবিবাহিত দলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ আগস্ট) বিকাল ৪ টায় ধোপাদী চালতেতলা দীঘির পাড় এলাকাবাসীর উদ্যোগে ধোপাদি মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। প্রচুর দর্শক খেলাটি উপভোগ করেন। অবিবাহিত দল বিবাহিত দল ১/১ গোল দেয়। খেলায় ১/১ গোলে ড্র হয়।

আয়োজকরা জানান, বিনোদনের অন্যতম উৎস হিসেবে এ ফুটবল ম্যাচকে দর্শকরা সাদরে গ্রহণ করেন এবং আয়োজক কমিটিকে ধন্যবাদ জানায়। ভবিষ্যতে এরকম আরও ফুটবল ম্যাচ আয়োজনের আশা ব্যক্ত করেন। প্রীতি ফুটবল ম্যাচটি উদ্বোধন করেন নোয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক পরিতোষ কুমার দত্ত।

Exif_JPEG_420

বক্তব্য রাখেন তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা যুবলীগের আহবায়ক তালিম হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মশিউর রহমান মশি, নায়েব তৌহিদুল ইসলাম তৌহিদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক কালবেলা প্রতিনিধি শাহিন আহমেদ, ব্যবসায়ী কৃষ্ণ দত্ত, মোস্তফা কামাল, মেহেদী হাসান। এছাড়া এলাকার বিশিষ্টব্যক্তিরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন বাবলু বিশ্বাস। খেলা পরিচালনা করেন সাবেক জাতীয় দলের গোলকিপার রফিকুল ইসলাম রফিক। ধারাভাষ্যকার হিসেবে ছিলেন ইসরাফিল হোসেন, ইকলাস।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!