যশোরের অভয়নগরে সরকারি জমি দখল করে মার্কেট নির্মাণ করার অভিযোগ উঠেছে প্রভাবশালী এক পরিবারের পাঁচ ভাইয়ের বিরুদ্ধে। উপজেলার সুন্দলী ইউনিয়নের সুন্দলী বাজার সংলগ্ন সরকারি একটি খালের জমিতে এ মার্কেট নির্মাণ করা হয়েছে। এ ব্যাপারে গত রবিবার সকালে সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ করেছেন স্থানীয় ইউপি
চেয়ারম্যান বিকাশ রায় কপিল।
অভিযুক্ত হলেন, সুন্দলী বাজারের মৃত পরান সরকারের ছেলে রবিন সরকার, তপন সরকার, বিশ্বজিৎ সরকার, সত্য সরকার ও সুশান্ত সরকার।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, সুন্দলী বাজারের মূল সড়কের পাশে সরকারি খালের জমিতে টিনের চাল দিয়ে পাঁচটি দোকানঘর নির্মাণ করা হয়েছে। পাশে দখলদারদের একটি দুইতলা পাকা বাড়ি রয়েছে। মার্কেটের পাশ দিয়ে
সুন্দলী নামক একটি সরকারি খাল রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে ওই মার্কেটের কয়েকজন দোকাদার জানান, ঘর প্রতি ভাড়া নিতে মোটা অংকের অগ্রিম টাকা দিতে হয়েছে। এছাড়া প্রতি মাসে ঘর প্রতি পাঁচশত টাকা করে ভাড়া দিতে হয়। তাদের মার্কেটে চায়ের দোকান, সেলুন, বাঁশের তৈরি ঝুড়ি দোকানসহ পাঁচ ভাইয়ের পাঁচটি দোকান ঘর রয়েছে।
অভিযুক্ত মধ্যে রবিন সরকারের সঙ্গে কথা হলে তিনি জানান, বাড়ি সংলগ্ন সরকারি জমি হওয়ায় কোনো রকমভাবে দোকানঘর নির্মাণ করা হয়েছিল। তবে তার নামে যে দোকানঘর ছিল প্রায় এক বছর পূর্বে তিনি ভেঙে ফেলেছেন। সরকারি জমি দখল করে মার্কেট নির্মাণ করার সময় অনুমতি নেওয়া হয়েছিল কিনা জানতে চাইলে তিনি বলেন বাড়ির পাশের জমিতে কিছু করতে গেলে অনুমতির প্রয়োজন হয় নাকি। প্রতিবেশীরা উদ্দেশ্য মূলকভাবে তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেন তিনি।
সুন্দলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিকাশ রায় কপিল জানান, দীর্ঘদিন ধরে সুন্দলী বাজারের একটি প্রভাবশালী পরিবারের পাঁচভাই সরকারি জমি দখল করে অবৈধ মার্কেট নির্মাণ করেছে। সরকারি জমিতে মার্কেট করে দোকানঘর ভাড়া দিয়েছে। ওই জমি দখলমুক্ত করার জন্য সহকারী কমিশনার (ভূমি) বরাবর মৌখিক ও লিখিত অভিযোগ করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান জানান, সুন্দলী ইউপি চেয়ারম্যান লিখিত অভিযোগ করেছেন। তদন্তপূর্বক বেদখলে থাকা সরকারি জমি দখলমুক্ত করতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা গেজেট/ টিএ