অভয়নগরে করোনায় আক্রান্ত হয়ে ব্যবসায়ী আব্দুল লতিফ (৭০) এর মৃত্যু হয়েছে। এছাড়াও ৮০ জনের নমুনা পরীক্ষায় ৩৯ জনের করোনা পজেটিভ এসেছে। এ পযর্ন্ত করোনায় আক্রান্ত হয়ে এই উপজেলায় মারা গেছেন ৩২ জন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, করোনায় আক্রান্ত নওয়াপাড়া পৌরসভার ৫নং ওয়ার্ড বুইকারা গ্রামের ব্যবসায়ী আব্দুল লতিফ (৭০) এর মৃত্যু হয়েছে। তিনি করোনা পজিটিভ নিয়ে শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়। এরপর তার অবস্থা আশংকাজনক হলে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেন। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে অন্য হাসপাতালে নিতে বলে । সেখান থেকে ফিরে আসলে পথেই তার মৃত্যু হয়।
এছাড়াও অভয়নগরে ৮০ জনের নমুনা পরীক্ষায় ৩৯ জনের করোনা পজেটিভ এসেছে। নওয়াপাড়া পৌরসভার ১ নং ওয়ার্ডে ২ জন, ২ নং ওয়ার্ডে ২ জন, ৩ নং ওয়ার্ডে ২ জন, ৪নং ওয়ার্ডে ২ জন, ৫নং ওয়ার্ডে ৪ জন, ৬ নং ওয়ার্ডে ১৩ জন, ৭ নং ওয়ার্ডে ৩জন, ৮ নং ওয়ার্ডে ১ জন, ৯ নং ওয়ার্ডে ১ জন । ইউনিয়নের প্রেমবাগে ২ জন, চলিশিয়া ১ জন, পায়রায় ২ জন, শ্রীধপুর ২ জন, বাঘুটিয়ায় ২ জনসহ মোট ৩৯ জনের করোনায় আক্রান্ত।
উপজেলা আবাসিক মেডিকেল অফিসার আলীমুর রাজীব বলেন, আব্দুল লতিফ নামের এক ব্যক্তির করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়াও ৮০ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
খুলনা গেজেট/এমএইচবি