অভয়নগরে করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় ৪১ নমুনায় করোনা পজিটিভ হয়েছেন ১৩ জন । তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। করোনা আক্রান্ত হয়ে এ পযর্ন্ত মারা গেছেন ৪১ জন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ অঞ্চলে ২৪ ঘন্টায় ৪১ নমুনায় করোনা পজিটিভ হয়েছেন ১৩ জন । নতুন ৫৫ জনের নমুনা সংগ্রহ করে যশোর ও খুলনা ল্যাবে পাঠানো হয়েছে। উপজেলার পৌর ও ইউনিয়নে করোনা পজিটিভ পৌরসভার ৪নং ওয়ার্ডে ১ জন, ৫নং ওয়ার্ডে ৫ জন, ৬নং ওয়ার্ডে ২ জন, ৮নং ওয়ার্ডে ১ জন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে ইউনিয়নের সুন্দলী ইউনিয়নে ১ জন, চলিশিয়া ইউনিয়নে ১জন, শ্রীধরপুর ইউনিয়নে ২জন।
এ পযর্ন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ১৯৫ জন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে ২৬ জন, উন্নত চিকিৎসার জন্য খুলনা রেফার্ড করা হয়েছে ১০ জনকে এবং বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ৩৮৯জন। এ পর্যন্ত সুস্থ্য হয়েছে ১১৫৬ জন। এ উপজেলায় মোট ৪৯৫০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে যার মধ্যে ১৫৬৬ জনের করোনা ধরা পড়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৭ টি ইউনিটকে রেড জোন হিসেবে চিহিৃত করা হয়েছে। ইয়োলো জোন করা হয়েছে ৬ ইউনিটকে। পরীক্ষ্য বিবেচনায় এ উপজেলায় শনাক্তের হার ৩২ দশমিক ০৪ শতাংশ এবং মৃত্যু হার ২ দশমিক ৫ শতাংশ।
এ ব্যপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আলীমুর রাজীব বলেন, রবিবারে করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১৩ জন।
খুলনা গেজেট/ টি আই