খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বোলিং অ্যাকশন পরীক্ষায় আবারও ফেল সাকিব আল হাসান, এক বছরের জন্য বল করতে পারবেন না আন্তর্জাতিক ক্রিকেটে
  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি
  সংস্কার-নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : ফখরুল

অভয়নগরে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন মঙ্গলবার থেকে শুরু

অভয়নগর প্রতিনিধি

মঙ্গলবার (০৬ ডিসেম্বর) অভয়নগর উপজেলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের (বন্দুক, শটগান ও রাইফেল) লাইসেন্স নবায়ন করা হবে। গত ৩০ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন স্বাক্ষরিত আগ্নেয়াস্ত্র নবায়ন সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়। গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার (০৬ ডিসেম্বর) সকাল ১০ টা হতে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন করা হবে।

ব্যক্তি এবং ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠানের (বন্দুক/ শটগান/ রাইফেল) লাইসেন্স প্রতিবছর নবায়ন ফি পাঁচ হাজার টাকা, অন্যান্য শিল্প প্রতিষ্ঠানের (বন্দুক/ শটগান/ রাইফেল) লাইসেন্স প্রতিবছর নবায়ন ফি ১০ হাজার টাকা এবং এনপিবি পিস্তল/ রিভলবার লাইসেন্স প্রতিবছর নবায়ন ফি ১০ হাজার টাকা ১-২২১১-০০০০-১৮৫৯ নম্বর কোডে এবং নবায়ন ফি এর উপর ১৫% হারে উৎসে মূসক ১-১১৩৩-০০০৫-০৩১১ নম্বর কোডে ভিন্ন ভিন্ন ট্রেজারী চালানের মাধ্যমে সোনালী ব্যাংকে জমা প্রদান করতে হবে।

নির্ধারিত তারিখ ও স্থানে সকাল ১০ টায় আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়নের আবেদন, নবায়ন ফি ও উৎসে মূসক জমার ট্রেজারী চালানের মুলকপি এবং মুল লাইসেন্স ও আগ্নেয়াস্ত্রসহ উপস্থিত থাকতে হবে। সশস্ত্রবাহিনী ও বিজিবি সদস্যগণকে নবায়নের আবেদন এবং অস্ত্র জমা সংক্রান্ত সনদ প্রদর্শন করতে হবে। আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা, ২০১৬ এর ৩১(গ) মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে লাইসেন্স নবায়ন করা না হলে, জেলা ম্যাজিস্ট্রেটের নিকট নবায়ন না করার সন্তোষজনক ব্যাখ্যাসহ আবেদন করতে হবে। এবং ৩১(ঘ) মোতাবেক আবেদন সন্তোষজনক বিবেচিত হলে পুন:লাইসেন্স ইস্যু ফি এর সমপরিমান অর্থ আদায়পূর্বক লাইসেন্স নবায়ন করা যাবে।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!