দেড় দিন পর মাঠে গড়িয়েছে ঢাকা টেস্ট। চলছে চতুর্থ দিনের খেলা। দিনের শুরুতে পাকিস্তানের শিবিরে পরপর আঘাত হেনেছেন দুই টাইগার পেইসার। এবাদত হোসেন ও খালেদ আহমেদ।
এবাদত ফিরিয়েছেন অর্ধশতক করা আজহার আলিকে ও খালেদের শিকার হয়েছেন সেঞ্চুরির দিকে ব্যাট ছোটানো বাবর আজমকে।
আজহার থামেন ১৪৪ বলে ৫৬ রানের ইনিংস খেলে। আর বাবরকে সাজঘরে ফিরতে হয় ৭৬ রানে। দ্বিতীয় ও তৃতীয় দিনের মতো ঢাকা টেস্টের চতুর্থ দিনের খেলাতেও বাধা দেয় বৃষ্টি। বৃষ্টির কারণে সকাল সাড়ে ৯টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে দেয়া হয়।
সাড়ে ৯টার সময় উইকেটের ওপর থেকে কাভার সরিয়ে নেয়া হয়। খেলা শুরু হয় ১০টা ৫০ মিনিটে। খেলা হবে ৮৬ ওভার।
ঢাকা টেস্টের প্রথম দিন থেকেই ছিল বৃষ্টি বাধা। প্রথম দিনের খেলা ৩৩ ওভার কম হয়েছিল বৃষ্টি ও আলোক স্বল্পতার কারণে। দ্বিতীয় দিনে এক সেশনে দিনের খেলার সমাপ্তি টানতে হয় ম্যাচ রেফারিদের।
এর আগে তৃতীয় দিন সকাল সাড়ে ৯টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টি না থামায় এক বলও মাঠে গড়ায়নি। পুরোটা সময় শেরে বাংলার উইকেট ঢাকা ছিল। খেলোয়াড়রাও হোটেল ছেড়ে মাঠে আসেননি।
খুলনা গেজেট/এনএম