অপহরণের ৪২ দিন পর উদ্ধার করা হয়েছে এক অপ্রাপ্ত বয়স্ক এক শিশুকে। সোমবার নগরীর সোনাডাঙ্গার আরামবাগ এলাকায় র্যব ৬ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। এ ঘটনায় তারা চারজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, সত্যজিত সরদার, সঞ্জয় সরদার, উত্তম সরদার ও মৃত্যুঞ্জয় সরদার।
র্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, ১৯ সেপ্টেম্বর বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর এলাকা থেকে আসামি সত্যজিত সরদারসহ তার সহযোগীরা ওই নাবালিকা কন্যাকে অপহরণ করে নেয়। এ ঘটনায় ওই মেয়ের বাবা থানায় মামলা দায়ের করেন। পরে বিষয়টি র্যাবের নজরে আসে এবং উদ্ধারের জন্য গোয়েন্দা তৎপরতা শুরু করে।
এরই ধারাবাহিকতায় র্যাব ৬ এর একটি অভিযানিক দল গোপন সংবােদের ভিত্তিতে জানতে পারে আসামিরা সোনাডাঙ্গা থানা এলাকার আরামবাগ এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে তারা সেখানে অভিযান চালায়। এ সময় অপহৃত নাবালিকা ও চারজন আসামিকে গ্রেপ্তার করে তারা।