খুলনা, বাংলাদেশ | ১৯ বৈশাখ, ১৪৩১ | ২ মে, ২০২৪

Breaking News

  সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী আর নেই
  ৪৯ টাকা কমে ১২ কেজি এলপিজির নতুন দাম ১ হাজার ৩৯৩ টাকা
  অর্থ আত্মসাৎ মামলায় জামিন পেলেন ড. মুহাম্মদ ইউনূস

।। হালাল রুজীর সন্ধানে ।।

আবদুস সালাম খান পাঠান

ব্যক্তিজীবনে সংসারের আয় উপার্জনে মোরা সতত –

হালাল রুজী, রোজগারের – প্রতিদিন যেনো করি সন্ধান ।

শতো, কায়িক শ্রমে – যেনো ডুবে থাকি; – থাকি নিরলস নিষ্ঠাবান ।

– নিয়ত প্রচেষ্টায় আলোর মহিমা করি অনুসন্ধান ।

শান্তি-সুখে জীবন গড়তে, এবাদত-বন্দেগীতে গড়ি বলিষ্ঠ ঈমান ।

আল্লাহর দেওয়া নিয়ামতের, হাজারো শোকর-গুজারীতে;-

অশেষ রহমত ও কল্যান । – কতো সুন্দর, মহৎ ইসলামী জিন্দেগীর সোপান,

মানব সেবায় সকল ত্যাগে, দৃঢ় প্রত্যয়ে, ধৈর্য্য সাহসে –

কর্মের সুফল,- বাসনা সুখ অম্লান ।

সালাত কায়েমে, নেক আমলে, সকল অভাব মোচনে,

আদর্শ-সুখী, সুন্দর-জীবনমান । দুনিয়ার পুষ্পিল বাগান ।

তাকওয়াগুনে, সকল সম্পদ-ভূষণে, মুমিনের অসীম বরকত –

এই দুনিয়া জাহান । – সুদমুক্ত জীবনযাপনে,-

– সর্ব দান খয়রাতে, অনেক পুন্য, দুঃস্থ, গরীব, এতিম, অসহায়

– জনে, আরও অন্নবস্ত্র দানে ।

আত্মীয় স্বজন, প্রতিবেশীর হক আদায়ে, আয়ু বাড়ে ইনসানে ।

স্রষ্টার ইচ্ছায়, তাঁরই দয়ায় সকল পুন্য-সুখ, সুনাম –

নিয়ত সকল প্রশংসা প্রভুর, কামনা-বাসনায় সদা তাঁরই

গুনগান । তিনিই সর্বশক্তিমান, প্রজ্ঞাময় মহান ।

কোরবানী, যাকাত, সদকা, ফিতরা দানে, হজ সমাপনে,

হালাল রুজী-কাম্য সর্বজনে । সকল প্রার্থনার

কামিয়াবী তওবাগুনে, সকল আরাধনা, যেনো

– আল্লাহ-রাসূলের (সাঃ) সন্তুষ্টি অর্জনে, পুত পবিত্র মুমিনে।

 

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!