Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

খুলনায় ভূয়া ডাক্তারের প্রতিষ্ঠানে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

ডাক্তার না হয়েও মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ওষুধ বিক্রির অপরাধে জেলার ফুলতলা উপজেলার ‘চৌধুরী ফার্মেসী’কে জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাকে ভবিষতে এমন কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়।
আজ সোমবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে প্রতিষ্ঠানটিতে ২ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি উপজেলার জামিরা ও ছাতিয়ানি বাজার এলাকায় মু্ল্য বিহীন ঔষুধ রাখায় বিশ্বাস ফার্মেসীকে ২ হাজার টাকা, চাঁদসী ক্লিনিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম খুলনা গেজেটকে জানান, ডাক্তার না হয়েও মো: সবুর চৌধুরী মিথ্যা বিজ্ঞাপন দিয়ে এবং প্রতারনা করায় ‘চৌধুরী ফার্মেসীকে’ জরিমানা করা হয়। মূলত তিনি একজন শিক্ষক। তবে তার প্রতিষ্ঠানের সাইনবোর্ডে ডাক্তার লিখে প্রতারণা করছিল।

খুলনা গেজেট / এনআইআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন