Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সমাবেশে পুলিশের ব্যারিকেড

গেজেট ডেস্ক

কারাগারে লেখক মুশতাক আহমেদ ও নোয়াখালীতে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের মৃত্যুর প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সমাবেশ পুলিশি ব্যারিকেডের মধ্যে শুরু হয়েছে।

প্রেসক্লাবের আশপাশের সব সড়কের পাশে আজ শনিবার সকাল ৮টা থেকে পুলিশি ব্যারিকেড দেওয়া হয়েছে। বিনা অনুমতিতে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তবে সকাল থেকে হাজারখানেক স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী প্রেসক্লাবের সামনে বসে বিভিন্ন শ্লোগান দিচ্ছেন। স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সমাবেশ ঘিরে প্রেসক্লাব ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপত্তা নিশ্চিতে পুলিশ চারপাশে কড়া নজরদারি রাখছে।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত রয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, সিনিয়র সহ-সভাপতি গোলাম সরোয়ার, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ প্রমুখ।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন