Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content
দ্বি-বার্ষিক সম্মেলন

খানজাহান আলী থানা জাপা’র সভাপতি আনিস, সম্পাদক আজাদ

ফুলবাড়িগেট প্রতিনিধি

খানজাহান আলী থানা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি এস এম আনিসুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম আজাদ ও সাংগঠনিক সম্পাদক মোল্যা মোস্তাফিজুর রহমান বাবু নির্বাচিত।  আজ বিকাল ৪টায় ফুলবাড়ীগেট বিকে সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে খানজাহান আলী থানা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন খুলনা মহানগর ভার প্রাপ্ত আহবায়ক এ্যাড. মাহাতাব উদ্দীন।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যার ও খুলনা জেলা সভাপতি শফিকুল ইসলাম মধু। সম্মানিত অতিথি কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক ও মহানগর যুগ্ম আহবায়ক মাও. এস এম আল জুবায়ের।

প্রধান বক্তা ছিলেন মহানগর সদস্য সচিব হাজী মোশারফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন মহানগর যুগ্ম আহবায়ক শেখ নাজমুর কবির সাদি, আশরাফুল ইসলাম সেলিম।

খানজাহান আলী থানা আহবায়ক এস এম আনিসুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. নজরুল ইসলাম আজাদের পরিচালনায় বক্তৃতা করেন খালিশপুর থানা আহবায়ক শরিফ মোঃ শাহজাহান, খুলনা সদর থানার সভাপতি তৈমুর হোসেন শাহিন, আড়ংঘাটা থানা আহবায়ক জি এম কওসার আলী প্রমুখ। সম্মেলন শেষে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক পদে ৫০ জন ডেলীগেট কাউন্সিলরের মধ্যে ৪৬ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তাদের ভোটের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন। নির্বাচিতরা হলেন সভাপতি এস এম আনিসুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম আজাদ ও সাংগঠনিক সম্পাদক মোল্যা মোস্তাফিজুর রহমান বাবু।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন