Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content
নগরীতে ১৬নং ওয়ার্ড বিএনপি’র ঈদসামগ্রী বিতরণ

সকলকে এই দুর্যোগময় মুহুর্তে মানুষের পাশে দাঁড়াতে হবে : মঞ্জু

নিজস্ব প্রতিবেদক

বিশ্বব্যাপি করোনা ভাইরাসের কারণে মানুষ আজ দিশেহারা। চারিদিকে হাহাকার। দেশের মানুষ আজ শান্তিতে নেই। এ অবস্থার মধ্য দিয়েও বিএনপির নেতা-কর্মিরা এখনও সাধারণ মানুষের পাশে আছে।

সমাজের দরিদ্র মানুষদের ঈদের শুভেচ্ছা জানাতে এই উদ্যোগ গ্রহণ করেছে ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ। সকলকে এই দুর্যোগময় মুহুর্তে মানুষের পাশে দাঁড়াতে আবারও আহবান জানিয়েছেন তিনি।

সোমবার (২৭ জুলাই) ১৬নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে ওয়ার্ড সভাপতি শেখ জামিরুল ইসলামের সার্বিক সহযোগিতায় রায়েরমহল বড় মসজিদ এলাকায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন নগর বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।

এসময় উপস্থিত ছিলেন আসাদুজ্জামান মুরাদ, সাদিকুর রহমান সবুজ, সাজ্জাদ আহসান পরাগ, শেখ জামিরুল ইসলাম, মোস্তফা কামাল, তরিকুল ইসলাম তুষার, রিনা মল্লিক, পারভেজ মোড়ল, আব্দুস সালাম, আনিচ খান, হারুন মোল্লা, শরিফুল, বাদল প্রমুখ। সূত্র: প্রেস বিজ্ঞপ্তি।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন