Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

খুলনা মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর আওয়ামী লীগের ৭৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি রোববার (৩ জানুয়ারি) অনুমোদন করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। কমিটিতে সভাপতি হিসেবে আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, ১১ জন সহ-সভাপতি, এম ডি এ বাবুল রানা সাধারণ সম্পাদক, ৩ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ৩ জন সাংগঠনিক সম্পাদক রয়েছেন।

অনুমোদিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন, কাজী আমিনুল হক, শেখ হায়দার আলী, কাজী এনায়েত হোসেন, বেগ লিয়াকত আলী, মল্লিক আবিদ হোসেন কবীর, শেখ শহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, অ্যাডভোকেট রজব আলী সরদার, অ্যাডভোকেট আইয়ুব আলী শেখ ও মুক্তিযোদ্ধা নূর ইসলাম বন্দ।

তিন যুগ্ম সাধারণ সম্পাদক হলেন, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু ও মো. আশরাফুল ইসলাম। এছাড়া আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার মজিবর রহমান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মো. আনোয়ার হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক আলী আকবর টিপু, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. শাহাজাদা, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, ধর্ম বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম চাঁন ফারাজী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জেড এ মাহমুদ ডন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শামছুজ্জামান মিয়া স্বপন, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট অলোকা নন্দা দাস, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ মো. ফারুক হাসান হিটলু, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শেখ মো. জাহাঙ্গীর আলম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন খান, শ্রম বিষয়ক সম্পাদক শেখ ইউনুস আলী, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম বাবলু, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক বিরেন্দ্র নাথ ঘোষ, সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন, আবুল কালাম আজাদ কামাল ও মুক্তিযোদ্ধা অধ্যাপক আলমগীর কবীর, উপ দপ্তর সম্পাদক হাফেজ মো. শামীম, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মফিদুল ইসলাম টুটুল এবং কোষাধ্যক্ষ শেখ নূর মোহাম্মদ।

কমিটিতে ৩৫ জন সদস্য রয়েছেন। সদস্যরা হলেন, বেগম মন্নুজান সুফিয়ান এমপি, সেখ সালাহ উদ্দিন জুয়েল এমপি, অ্যাডভোকেট চিশতি সোহরাব হোসেন শিকদার, আলহাজ্ব মিজানুর রহমান মিজান, আবুল কালাম আজাদ, শেখ সিদ্দিকুর রহমান, শেখ আমিনুর রহমান পপলু, মোজাম্মেল হক হাওলাদার, শেখ মোশারাফ হোসেন (কাউন্সিলর), শেখ মোশাররফ হোসেন, মুক্তিযোদ্ধা স ম রেজওয়ান, আব্দুল্লাহ হারুন রুমি, আজগর আলী মিন্টু, অধ্যাপক রুনু ইকবাল. মাহাবুবুল আলম বাবলু মোল্লা, অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম, শেখ সৈয়দ আলী, এ কে এম সানাউল্লাহ নান্নু, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, শেখ আবিদ হোসেন, ফকির মো. সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম বাশার, তসলিম আহমেদ আশা, শহিদুল ইসলাম বন্দ, এসএম আনিছুর রহমান, মো. তরিকুল আলম খান, কাজী জাহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, শেখ হাফিজুর রহমান, মো. আনিছুর রহমান বিশ্বাস, মো. গাউসুল আযম, মুক্তিযোদ্ধা মুন্সি আবদুল ওয়াদুদ, মনিরুজ্জামান সাগর, আলহাজ্ব মনিরুজ্জামান খান খোকন ও এস এম আকিল উদ্দীন।

উল্লেখ্য, ২০১৯ সালের ১০ ডিসেম্বর খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে মহানগর আওয়ামী লীগে আলহাজ্ব তালুকদার আব্দুল খালেককে সভাপতি ও এম ডি এ বাবুল রানাকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর এক বছর পর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হল।

 

খুলনা গেজেট / এআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন