বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ হলে বাংলাদেশ জাম্প দিয়ে এগিয়ে যাবে

গেজেট প্রতিবেদন

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ হলে বাংলাদেশ জাম্প দিয়ে সামনের দিকে এগিয়ে যাবে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা-১২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল আলম খান মিলনের নির্বাচনি সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “বিশ্বের কোথাও বাংলাদেশের মতো এত যুবসমাজ নাই। প্রত্যেক যুবক আমাদের দেশ গড়ার কারিগর। আমরা যুবক-যুবতীদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করব না। আমার তাদের হাতগুলোকে দক্ষ কারিগরের হাত হিসেবে গড়ে তুলব।”

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন