মঙ্গলবার । ২৭শে জানুয়ারি, ২০২৬ । ১৩ই মাঘ, ১৪৩২

জামায়াত ক্ষমতায় এলে হিন্দুদের দেশ ছাড়তে হবে না: কৃষ্ণনন্দী

নিজস্ব প্রতিবেদক

খুলনা-১ আসনে জামায়াত ইসলামীর প্রার্থী কৃষ্ণনন্দী বলেন, জামায়াত ক্ষমতায় এলে হিন্দুদের ভারতে যেতে হবে না। তাদের এখানে জামাই আদরে রাখা হবে। জামায়াত কখনও টাকা দিয়ে ভোট কেনে না। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ৩ টায় খুলনা সার্কিট হাউজ মাঠে এই জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি।

একটি দলের মহাসচিবকে উদ্দেশ্যে করে তিনি বলেন, তারা চাঁদাবাজির টাকার বস্তার মুখ খুলে দিয়েছে ভোট কেনার জন্য।

ভোটারদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, জামায়াত কখনও বিকাশে টাকা দেয় না ভোট কেনার জন্য। আপনারা হাটে–বাজারে গরু-ছাগল কেনার মতো করে ভোট কিনে বেড়াচ্ছেন- এটা ঠিক নয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন