খুলনায় জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা চলছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে খুলনা সার্কিট হাউজ মাঠে এই জনসভা শুরু হয়। জনসভায় নেতাকর্মীদের ঢল নেমেছে।
এর আগে দুপুর দেড়টার দিকে হেলিকপ্টারযোগে খুলনা সার্কিট হাউজের জনসভাস্থল মঞ্চের পাশে এসে পৌঁছান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিকেলে তিনি জনসভায় বক্তব্য দিবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
এর আগে তিনি সাতক্ষীরা ও যশোরে জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী জামায়াতের আমির খুলনার জনসভা শেষ করে বাগেরহাটের জনসভায় যোগদান করবেন।
এদিকে খুলনা সার্কিট হাউস মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রথম নির্বাচনী জনসভায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন দলের নেতাকর্মীরা।
খুলনা গেজেট/এএজে



