খুলনা নগরের সার্কিট হাউস মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রথম নির্বাচনী জনসভায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দিতে শুরু করেছেন দলের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ২টায় জনসভা শুরু হবে। এ জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের আমির ডা. শফিকুর রহমান।
এর আগে সকাল ৯টার দিকে হেলিকপ্টারে ঝিনাইদহ থেকে যশোরে আসেন তিনি। সেখান থেকে তিনি সাতক্ষীরার জনসভায় যোগদান করেন। তবে কলারোয়া ও ডুমুরিয়ায় পথসভা করার কথা থাকলেও তা বাতিল করা হয়।

নগরের ২৩ নম্বর ওয়ার্ড ইউনিট শাখার নেতৃবৃন্দ একটি খণ্ড মিছিল নিয়ে জনসভায় আসেন। এরপর দুপুর দেড়টার দিকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান হেলিকপ্টারে সার্কিট হাউস মাঠে অবতরণ করেন। পরবর্তীতে তিনি সার্কিট হাউসে যান।
খুলনা গেজেট/এএজে



