সোমবার । ২৬শে জানুয়ারি, ২০২৬ । ১২ই মাঘ, ১৪৩২

জামায়াত জোটে যোগ দেয়ার খবর রিউমার : মান্না

গেজেট প্রতিবেদন

জামায়াত ইসলামীর জোটে যোগ দিচ্ছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না- এমন গুঞ্জন জোরালোভাবেই ভাসছে।

এ নিয়ে প্রতিবেদনও প্রকাশ হয়েছে গণমাধ্যমে। আলোচনা সোশ্যাল মিডিয়ায়। দেশ রূপান্তরের এমনই একটি খবরে বলা হয়, বিএনপি জোট ছাড়ার ঘোষণা দেয়া নাগরিক ঐক্য জামায়াত নেতৃত্বাধীন জোটে যুক্ত হতে যাচ্ছে। গুঞ্জন সত্যি হলে, জামায়াত নেতৃত্বাধীন এই নির্বাচনি জোট ১২ দলীয় জোটে রূপ নেবে।

মাহমুদুর রহমান মান্নার সঙ্গে জামায়াত জোটের একাধিক নেতৃবৃন্দের যোগাযোগ অব্যাহত রয়েছে বলে সে প্রতিবেদনে বলা হয়। দাবি করা হয়, দুই-একদিনের মধ্যেই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। মূলত বগুড়া-২ ও ঢাকা-১৮ আসন থেকে নির্বাচন করছেন মান্না।

জোটে যোগ দেয়ার বিষয়ে একটি জাতীয় দৈনিককে মাহমুদুর রহমান মান্না বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে যাওয়ার ব্যাপারে এরকম কোনো আলোচনা হয়নি। আমি নাগরিক ঐক্যের পক্ষ থেকে আমার এলাকায় ভোটের কাজ করছি। আমার এলাকায় এখানে প্রতিদ্বন্দ্বী হলো জামায়াতে ইসলামী।

নাগরিক ঐক্যের সভাপতি আরও বলেন, ভোটের সময় অনেক রিউমার ছড়াবেই। এরকম কত রিউমারইতো ভোটের সময় ছড়ায়। এগুলো কিছু না।

উল্লেখ্য, বগুড়া-২ ও ঢাকা-১৮ আসন থেকে নির্বাচন করছেন মান্না। এরমধ্যে বগুড়া-২ আসনে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ শাহাদাতুজ্জামান এবং ঢাকা-১৮ আসনে জামায়াতের জোট সঙ্গী এনসিপির নেতা আরিফুল ইসলাম আদীব।

এর আগে গত বুধবার আসন সমঝোতা না হওয়ায় বিএনপির জোট থেকে সরে আসার কথা জানায় নাগরিক ঐক্য।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন