বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে ১ লাখ স্বাস্থ্যসেবা কেন্দ্রে, খাল খনন চালু ও যে কোন মূল্যে দুর্নীতির টুটি চেপে ধরা হবে। দেশের মানুষ রাজনৈতিক অধিকার ও পরিবর্তন চায়। সমালোচনার মধ্যে থাকলে দেশের মানুষের উপকার হবে না।
রোববার দুপুর ১টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রামের পোলোগ্রাউন্ড মাঠে বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, স্বাস্থ্যসেবা আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলা হবে।
তারেক রহমান বলেছেন, দেশের মানুষ রাজনৈতিক অধিকার ও পরিবর্তন চায়। সমালোচনার মধ্যে থাকলে দেশের মানুষের উপকার হবে না।

এর আগে রোববার সকাল ১০টার দিকে এ জনসভা শুরু হয়। বেলা সাড়ে ১১টার দিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সভামঞ্চে উপস্থিত হন।
ভোর থেকে চট্টগ্রামের পোলোগ্রাউন্ড মাঠে আসতে থাকেন বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষ। ফলে পোলোগ্রাউন্ড মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায।
নগরের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি, যুবদল-ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দলের নেতাকর্মীরা সমাবেশস্থল নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে সমবেত হন।
‘ভোট দিব কিসে, ধানের শীষে, ‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক’সহ নানা স্লোগানে তারা পায়ে হেঁটে কদমতলী, টাইগারপাস, সিআরবি, কাজীর দেউড়ি, লালখান বাজারের আশপাশের নেতাকর্মীরা পোলোগ্রাউন্ড মাঠ এসেছেন।
খুলনা গেজেট/এনএম

