শনিবার । ২৪শে জানুয়ারি, ২০২৬ । ১০ই মাঘ, ১৪৩২

আমরা নতুন কোনো ভোট ডাকাত দেখতে চাই না : জাহাঙ্গীর হুসাইন

গেজেট প্রতিবেদন

জামায়াতে ইসলামীর মহানগরী সেক্রেটারি ও খুলনা-২ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এ্যাড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচার-প্রচারণা শিপইয়ার্ড এলাকা থেকে শুরু করেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে নগরীর ৩১ নং ওয়ার্ডের শিপইয়ার্ড গেট এলাকাবাসীকে সঙ্গে নিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

তিনি যুবকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনাদের হাত ধরে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ দূর করা সম্ভব হয়েছে। আপনাদেরকে স্যালুট। কাজ কি আপনাদের শেষ হয়ে গেছে? আমরা আপনাদের আহ্বান জানাবো ন্যায় বিচার যাদের হাতে কায়েম হবে আমরা সবাই মিলে তাদের সঙ্গী হবো। আমরা নতুন কোনো ভোট ডাকাত দেখতে চাই না।”

এ সময় তার সঙ্গে সদর থানা আমির এস এম হাফিজুর রহমান, লবণচরা থানা আমির মোজাফফর হোসেন, সেক্রেটারি মাহমুদুল হাসান জিকো, হানিফ বালি, মোল্লা নাসির উদ্দিন, ডা. শাহ জালাল, নুর হোসাইন বাবুল প্রমুখ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন