বৃহস্পতিবার । ১৫ই জানুয়ারি, ২০২৬ । ১লা মাঘ, ১৪৩২

সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল

গেজেট প্রতিবেদন

‎প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির প্রতিনিধিদল। ‎বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দুপুর পৌনে ১টার দিকে আসে প্রতিনিধিদলটি। পরে আপিল শুনানির বিরতিতে দেড়টার দিকে এ বৈঠক শুরু হয়।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এই প্রতিনিধিদলে নেতৃত্ব দিচ্ছেন। এ সময় নির্বাচন পরিচালনা কমিটি সদস্য বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, ইসির সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া উপস্থিত রয়েছেন।

‎বৈঠকের প্রেক্ষাপট ও মূল আলোচ্য বিষয়-

‎আসন্ন গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রমতে, বৈঠকে মূলত তিনটি বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে:

১. পোস্টাল ব্যালটে প্রতীকের অবস্থান: পোস্টাল ব্যালটে বিএনপির নির্বাচনি প্রতীক ‘ধানের শীষ’-এর অবস্থান নিয়ে দলটির পক্ষ থেকে ইতোমধ্যে আপত্তি তোলা হয়েছে।

২. সোশ্যাল মিডিয়ায় বিতর্ক: বাহরাইন ও কাতারে পোস্টাল ব্যালটের খাম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিও নিয়ে জনমনে তৈরি হওয়া বিভ্রান্তি।

‎৩. আচরণবিধি বাস্তবায়ন: নির্বাচনি আচরণবিধি প্রতিপালনে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিএনপি তাদের অসন্তোষ ও দাবিগুলো সিইসির কাছে তুলে ধরবে।

‎নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে জানা গেছে, নির্বাচন আয়োজনের প্রস্তুতিমূলক কাজের স্বচ্ছতা নিশ্চিত করতেই বিএনপির এই প্রতিনিধিদল কমিশনের সঙ্গে বিস্তারিত আলোচনায় বসেছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন