কেন্দ্রঘোষিত বিশেষ ছাত্রসংযোগ মাস উপলক্ষ্যে মহানগর ইসলামী ছাত্রশিবিরের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) রাতে নগরীর শহীদ মুন্সী আব্দুল হালিম মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তৃতা করেন জামায়াতে ইসলামীর মহানগর আমির ও খুলনা-৩ আসনের প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের মহানগর সভাপতি আরাফাত হোসেন মিলন।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চল টিম সদস্য ও সাবেক কাউন্সিলর মাস্টার শফিকুল আলম, ছাত্রশিবিরের সাবেক মহানগর সভাপতি আজিজুল ইসলাম ফারাজী।
মহানগর সেক্রেটারি রাকিব হাসানের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর দপ্তর সম্পাদক ইসরাফিল হোসেন, আহমেদ সালেহীন, এসএম বেলাল হোসেন, কামরুল হাসান, আব্দুর রশিদ, ইমরানুল হক, সেলিম হোসেন, গোলাম মুয়িজ্জু, হাফেজ মুজাহিদুল হক, জে আই সাবিত, আদনান মল্লিক যুবরাজ, ফারহান তূর্য, সুলাইমান আবিদ ও হাফেজ নাঈম হোসাইন প্রমুখ।
খুলনা গেজেট/এএজে
