বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

শহীদ জিয়াউর রহমানের আদর্শে, বেগম খালেদা জিয়ার ত্যাগে ও তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ

গেজেট প্রতিবেদন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা জাতীয়তাবাদী দল বিএনপির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন খুলনা-২ আসনের ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু।

এক শুভেচ্ছা বার্তায় নজরুল ইসলাম মঞ্জু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে জাতীয়তাবাদী আদর্শ, দেশপ্রেম ও আত্মমর্যাদার রাজনীতি উপহার দিয়েছেন, তারই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচার ও দুঃশাসনের বিরুদ্ধে আপসহীন সংগ্রামের মাধ্যমে বিএনপিকে একটি শক্তিশালী গণতান্ত্রিক দলে পরিণত করেছেন। দীর্ঘ প্রতিকূলতা, নির্যাতন ও ত্যাগের মধ্য দিয়ে দলকে আগলে রেখে তিনি গণতন্ত্রের বাতিঘর হিসেবে বিএনপিকে প্রতিষ্ঠিত করেছেন।

তিনি আরও বলেন, সেই ঐতিহ্যবাহী আদর্শ ও সংগ্রামের উত্তরাধিকার নিয়ে তারেক রহমান আজ দলের নেতৃত্ব গ্রহণ করেছেন। দলের ও দেশের ক্রান্তিলগ্নে তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব, রাজনৈতিক প্রজ্ঞা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার আগামীর বাংলাদেশ গঠনে নতুন আশার সঞ্চার করেছে।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, শহীদ জিয়ার আদর্শ, বেগম খালেদা জিয়ার ত্যাগ ও আপসহীন নেতৃত্ব এবং তারেক রহমানের আধুনিক ও ভবিষ্যতমুখী রাজনৈতিক দর্শনের সমন্বয়েই একটি গণতান্ত্রিক, স্বনির্ভর ও জনগণের বাংলাদেশ গড়ে উঠবে। দলের প্রতিটি নেতা-কর্মী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি যেমন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পরিচালিত হয়েছে, ঠিক তেমনি তারেক রহমানের নেতৃত্বেও দল ও দেশ সঠিক পথে এগিয়ে যাবে-এই বিশ্বাসই আজ দেশের মানুষের আশা ও প্রেরণা।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন