বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২
ইউনুস ব্যবসায়ী, সাখাওয়াত চাকুরিজীবী, কাবিরুল শিক্ষক

মামলা ও আয়কর প্রদানে শীর্ষে হেলাল

মোহাম্মদ মিলন

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। খুলনা-৪ আসনে নির্বাচনী লড়াইয়ে বৈধ প্রার্থী হিসেবে মাঠে রয়েছে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনসহ ৪ জন। তারা হলেন- বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক এস কে আজিজুল বারী হেলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহম্মেদ সেখ, খেলাফত মজলিসের নায়েবে আমির এসএম সাখাওয়াত হোসাইন এবং জামায়াতে ইসলামীর খুলনা জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা মো. কবিরুল ইসলাম। এই নির্বাচনে প্রার্থীরা মনোনয়নপত্রের সঙ্গে জমা দিয়েছেন তাদের হলফনামা।

প্রার্থীদের হলফনামা পর্যালোচনা করে দেখা যায়, বিএনপি’র এস কে আজিজুল বারী হেলালের শিক্ষাগত যোগ্যতা বিএসসি (অনার্স)। ৫৫টি মামলায় খালাস, প্রত্যাহার ও অব্যাহতি পেয়েছেন তিনি। বার্ষিক আয় ৬ লাখ ২৯ হাজার ৭২৬ টাকা। তার ৫৩ লাখ ৯৩ হাজার ৮৮৯ টাকার অস্থাবর সম্পদ রয়েছে। এরমধ্যে নগদ ২৫ লাখ ৩৯ হাজার ৩৬২ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ১৯ লাখ ৪৪ হাজার ৫২৭ টাকা, ব্যাংকে এফডিআর ৫ লাখ ৬০ হাজার টাকা, ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ইলেকট্রনিক সামগ্রী, ২ লাখ টাকার আসবাবপত্র। নেই কোন স্থাবর সম্পদ। সর্বশেষ অর্থবছরে তিনি ২৪ হাজার ৪৫৯ টাকার আয়কর প্রদান করেছেন।

ইসলামী আন্দোলনের প্রার্থী ইউনুস আহম্মেদ সেখ কামিল ও উচ্চ মাধ্যমিক পাশ, পেশা ব্যবসা। একটি মামলায় অব্যাহতি পেয়েছেন তিনি। তার বার্ষিক আয় ৪ লাখ ১৮ হাজার ৭৯২ টাকা। বর্তমান মূল্যে তার ২০ লাখ ৬৭ হাজার ১৯১ টাকার অস্থাবর সম্পদ আছে। এরমধ্যে নগদ অর্থ ও ব্যবসার মূলধন ২৩ লাখ ৮ হাজার ৯৮৯ টাকা, ৮৫ হাজার টাকার ইলেকট্রনিক সামগ্রী ও ১ লাখ ৯০ হাজার টাকা মূল্যের আসবাবপত্র। ২৫ লাখ টাকা মূল্যের স্থাবর সম্পদ রয়েছে তার। তার স্ত্রীর ১৮ লাখ টাকার স্থাবর সম্পদ রয়েছে। নির্ভরশীলদের বার্ষিক আয় ১৬ হাজার টাকা। সর্বশেষ অর্থবছরে তিনি ৫ হাজার টাকার আয়কর প্রদান করেছেন।

খেলাফত মজলিসের প্রার্থী এসএম সাখাওয়াত হোসাইনের শিক্ষাগত যোগ্যতা দাওরায়ে হাদীস (এমএ সমমান), পেশা চাকুরী। তার ১০ টি মামলা প্রত্যাহার হয়েছে। তার বার্ষিক আয় ৩ লাখ ৪০ হাজার ২১ টাকা। তার বর্তমানে আনুমানিক ২৫ লাখ ৬৬ হাজার ১৮ টাকা মূল্যের অস্থাবর সম্পদ রয়েছে। এরমধ্যে নগদ ২৩ লাখ ৬৪ হাজার ৭৮৩ টাকা, ব্যাংকে জমা ১ হাজার ২৩৫ টাকা, ১ লাখ টাকার ইলেকট্রনিক পণ্য, এক লাখ টাকার আসবাবপত্র ও অন্যান্যের ঘরে ৫ লাখ টাকা উল্লেখ করেছেন তিনি। স্থাবর সম্পদের ঘর ফাঁকা তার। সর্বশেষ অর্থবছরে ৩ টাকার আয়কর প্রদানের কথা উল্লেখ করেছেন তিনি।

জামায়াতে ইসলামীর মো. কবিরুল ইসলাম কামিল পাশ, পেশা শিক্ষকতা। তিনি ১৭ মামলায় অব্যাহতি ও খালাস পেয়েছেন। তার বার্ষিক আয় ৬ লাখ ৩৩ হাজার ৬৬৮ টাকা। নগদ, ব্যাংক জমা, ইলেকট্রিক পণ্য, আসবাবপত্রসহ বর্তমানে আনুমানিক ১৬ লাখ ৫২ হাজার ৮৯৮ টাকা মূল্যের অস্থাবর এবং ৪ লাখ ৫০ হাজার টাকার স্থাবর সম্পদ রয়েছে তার। সর্বশেষ অর্থবছরে ৩ হাজার টাকার আয়কর প্রদানের কথা উল্লেখ করেছেন তিনি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন