গৃহবধূ থেকে রাজনীতিবিদ বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন নেত্রী উল্লেখ করে খুলনা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, ৮০ দশকে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে মাধ্যমে রাজপথে নেমেছিলেন তিনি। তাঁর আপোষহীন নেতৃত্বে স্বৈরাচার এরশাদের পতন ঘটানোর মধ্যদিয়ে গণতন্ত্র ফিরে এসেছিল দেশে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টায় নগরীর কেডিএ এভিনিউস্থ তেঁতুলতলা দলীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেন, ৯১-তে সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশের অর্থনৈতিক সামাজিক নিরাপত্তা নিশ্চিত করেছিলেন, শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এনে জনগণের অন্তরে স্থান করে নিয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৮৩ থেকে ২০২৫ এই দীর্ঘ রাজনৈতিক জীবনে কোন আপোষ করেননি। শত নির্যাতনেও দেশ ছেড়ে যাননি। তিনি মাটি মানুষের কথা নিয়ে ভেবেছেন। দীর্ঘ সংগ্রামী জীবনের ইতিহাস তুলে ধরে মঞ্জু বলেন দেশনেত্রী ফ্যাসিস্ট হাসিনা সরকারের মিথ্যা মামলায় কারাগারে নির্যাতন সহ্য করেছেন তবে আপোষ করেননি। তিনি হামলা মামলা ও সন্তান হারানোর শোক নিয়ে সরকার পতনের আন্দোলন চালিয়ে যেতে নেতা-কর্মী ও দেশবাসীর প্রতি আহবান জানিয়ে ছিলেন। মহান এই গণতন্ত্রের ‘মা’ এর জন্য তিনি দলীয় নেতা-কর্মী ও দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করেছেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জাফরউল্লাহ খান সাচ্চু, আরিফুজ্জামান অপু, মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, আনোয়ার হোসেন, মেহেদী হাসান দিপু, ইউসুফ হারুন মজনু, নিয়াজ আহমেদ তুহিন, শামসুজ্জামান চঞ্চল, শেখ জামিরুল ইসলাম জামিল, ইশহাক তালুকদার, হাসান মেহেদী রিজভী, আকরাম হোসেন খোকন, শমসের আলী মিন্টু, মেজবাহ উদ্দিন মিজু, রবিউল ইসলাম রবি, মহিউদ্দিন টারজান, আব্দুল জব্বার, বাচ্চু মীর, আনিসুর রহমান আরজু, আব্দুল মতিন, হুমায়ুন কবির বাবলু, ওমর ফারুক, খায়রুল ইসলাম লাল, জাহিদ কামাল টিটো, মেহেদী হাসান সোহাগ, মেশকাত আলী, আসলাম হোসেন, নাসির খান, রিয়াজুর রহমান, ইকবাল হোসেন, আলমগীর হোসেন আলম,সাইমুন ইসলাম রাজ্জাক, নূরুল ইসলাম লিটন, শামীম খান, সুলতান মাহমুদ সুমন, মোহাম্মদ আলী, মাওলানা আব্দুল গফ্ফারসহ বিএনপি, থানা, ওয়ার্ড ও অঙ্গ দলের নেতাকর্মী এবং সাধারন মানুষ দোয়ায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা মুজিবর রহমান।
এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার রুহের মাগফেরাত কামনা করেছেন খুলনা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, জলিল খান কালাম, এ্যাড. ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।
