বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী রাজনীতির এক অবিস্মরণীয় অধ্যায় আজ নিভে গেছে উল্লেখ করেছেন খুলনা বিএনপি নেতৃবৃন্দ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, আপসহীন গণতান্ত্রিক নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে খুলনা বিএনপি নেতৃবৃন্দ গভীর শোক বার্তায় এ কথা বলেছেন।
তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র, জাতীয়তাবাদ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার এক অদম্য প্রতীক। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে তাঁর নেতৃত্ব ও ত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। নির্যাতন, কারাবরণ ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো আপস করেননি-এটাই তাঁর রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় পরিচয়।
খুলনা বিএনপি নেতৃবৃন্দ আরও বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু একটি রাজনৈতিক দলের নয়, বরং সমগ্র জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন সাধারণ মানুষের আশা-আকাক্সক্ষার কণ্ঠস্বর এবং গণতান্ত্রিক বাংলাদেশের এক সাহসী পথপ্রদর্শক। আমরা মহান আল্লাহর দরবারে তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, দেশবাসী ও বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তারা আরো বলেন, মহীয়সী নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের প্রেরণায় চির অম্লান হয়ে থাকবেন।
বিবৃতিদাতারা হলেন বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনে ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ও খুলনা-৬ আসনে ধানের শীষের প্রার্থী মনিরুল হাসান বাপ্পী প্রমূখ।
মহানগর বিএনপি’র কর্মসূচি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে খুলনা মহানগর বিএনপি’র উদ্যোগে শোক কর্মসূচি পালিত হচ্ছে। মঙ্গলবার সকালে মহানগর বিএনপি’র নেতাকর্মীরা কালো ব্যাচ ধারণ করেন। একই সঙ্গে খুলনা মহানগরের সকল দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়। দিনব্যাপী শোক কর্মসূচির অংশ হিসেবে দলীয় কার্যালয়গুলোতে কোরআনখানি অনুষ্ঠিত হয়। দুপুরে কেডি ঘোষ রোডস্থ খুলনা মহানগর বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীর জন্য দোয়া করা হয়।
এছাড়া দলের পক্ষ থেকে মহানগর কার্যালয়ে শোক বই খোলা হয়েছে। আগামী ৭দিন একইভাবে কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এ সময় মহানগর বিএনপি’র সভাপতি এড শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা বিএনপি : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সাত দিনের কর্মসূচির অংশ হিসেবে সাত দিন শোক পালনকালে খুলনা জেলা বিএনপি’র সর্বস্তরের নেতাকর্মী-সমার্থকদের কালো ব্যাজ ধারণ করবেন এবং দলীয় পতাকা অর্ধনমিত রেখে কালো পতাকা উত্তোলন করতে হবে। তাৎক্ষণিক শোক বিবৃতিতে খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু ও সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এসএম মনিরুল হাসান বাপ্পী এ তথ্য জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, দলীয় চেয়ারপারসনের মৃত্যুতে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে সারাদেশের ন্যায় খুলনা জেলার নয়টি উপজেলা ও দু’টি পৌরসভায় সাত দিনের শোক কর্মসূচি পালনকালে দোয়া ও কোরআন খতম হবে। একই সাথে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলনের আহবান জানানো হয়েছে। একই সাথে খুলনা মহানগর বিএনপি’র সাথে সমন্বয় করে নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে বিস্তারিত কর্মসূচি নেয়া হবে। এসব কর্মসূচিতে সর্বস্তরের নেতাকর্মী-সমার্থকদের স্বতস্ফূর্ত অংশগ্রহনের আহবান জানিয়েছেন।
জেলা বিএনপি নেতৃবৃন্দ আরও বলেছেন, চরম সংকট ও শোকের এই মুহূর্তে জাতি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাতৃছায়া থেকে বঞ্চিত হলো। গভীর শোকাভিভূত দল-মত নির্বিশেষে সবাইকে দোয়া ও প্রার্থনার আহ্বান জানান।
