বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২
তারেক রহমান নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবেন : মঞ্জু

ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে খুলনার বিএনপি নেতাকর্মীরা ঢাকায়

নিজস্ব প্রতিবেদক

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে খুলনার নেতাকর্মীদের ঢাকায় যাওয়ার জন্য স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ৫টায় খুলনা স্টেশন ছেড়ে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে, ফিরবে রাত ৯টায়।

খুলনা রেল স্টেশন মাস্টার দুলদুল হোসেন বলেন, “খুলনা-ঢাকা-খুলনা রুটের স্পেশাল ট্রেনটি শুধু বিএনপি নেতাকর্মীরাই যাতায়াত করবেন। এটা সম্পূর্ণ আলাদা, যাত্রী সিডিউলের মধ্যে নয়। এর বগিও আলাদা। পদ্মাসেতু দিয়ে ট্রেনটি চলাচল করবে।”

খুলনা মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদী বলেন, “নেতাকর্মীরা গত দুই তিনদিন ধরে ঢাকায় আসা শুরু করেছে। যে যেভাবে পারছে ঢাকায় যাচ্ছে। বাস, প্রাইভেটকার ও ট্রেনে করে আজও ঢাকায় আসছে। আমি আজ বুধবার সকালে নেতাকর্মীদের নিয়ে ঢাকায় এসে পৌঁছেছি। সবশেষ বৃহস্পতিবার ভোর ৫টায় খুলনা থেকে ট্রেন নিয়ে ঢাকায় যাবে, নেতাকর্মীরা আবার ঢাকা থেকে রাত ৯টায় খুলনা ফিরবে।”

খুলনা-২ আসনের বিএনপি প্রার্থী ও মহানগরের সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, “সারা দেশের মানুষ অপেক্ষায় রয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের মাটিতে পা দেবেন। ১৭ বছর পূর্বে তিনি নির্বাসনে গিয়েছিলেন। বিএনপিকে ধ্বংসের মাইনাস টু ফর্মুলার অংশ হিসেবে সেই সময়ের শাসক গোষ্ঠী তাকে রাজনীতি করতে না দেওয়ার ষড়যন্ত্র করেছিল। তারপরে তিনি বাংলাদেশ ত্যাগ করেন, নির্বাসনে যান। তাকে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছিল। দীর্ঘদিন তিনি দেশের বাহিরে ছিলেন। তারপরও তিনি দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন। ১৭ বছর গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। বিএনপিকে সুসংগঠিত করেছেন, ঐক্যবদ্ধ করেছেন। দেশবাসীকে ঐক্যবদ্ধ করেছেন।”

তিনি আরও বলেন, “জনগণ উন্মুখ হয়ে আছে, তিনি বাংলাদেশে আসবেন। তিনি নতুন বাংলাদেশের রাজনীতিতে নেতৃত্ব দেবেন। বাংলাদেশের উন্নয়নে তিনি মহাপরিকল্পনা গ্রহণ করেছেন। তিনি জাতির সামনে উপস্থাপন করবেন। বৃহস্পতিবার সেই মহেন্দ্রক্ষণ, যে সময়ের জন্য অপেক্ষায় ছিলাম।”

মঞ্জু বলেন, “গত তিনদিন ধরে বিএনপি নেতাকর্মীরা যাওয়া শুরু করেছে। বাসে, ট্রেনে ও ব্যক্তিগত গাড়িতে যাচ্ছে। বৃহস্পতিবার সকালের ট্রেনে শুধু বিএনপি নেতাকর্মীরা যাবেন। খুলনার ছয়টি আসন থেকে অন্তত ১০ হাজার মানুষ যাবে। তারপরে জনগণ, কর্মী, সমর্থক যাচ্ছে। সবার লক্ষ্য তিনশো ফিট। মানুষের নজর তিনশো ফিটে। বাংলাদেশের মানুষ শুধু কর্মসূচিতে যোগই দিবে না, এর উপর ভিত্তি করে বাংলাদেশে নতুন যাত্রা শুরু হবে। তার এই সংবর্ধনার মধ্যদিয়ে যেই ঢেউ সৃষ্টি হবে, এই ঢেউ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। এর মাধ্যমেই আমাদের নির্বাচনের সিংহভাগ কাজ হয়ে যাবে। আমরা সেইদিনটির অপেক্ষায় আছি। ২৫-৩০ লাখ মানুষের সমাগম হবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।”

তিনি আরও বলেন, “এটি ব্যতিক্রমধর্মী সংবর্ধনা, যেই সংবর্ধনা বাংলাদেশে এর আগে কখনো হয়নি। সারা দেশে একটি জাগরণ সৃষ্টি হবে। এটি সারা বিশ্ব দেখবে। নতুন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা তারেক রহমান, তিনি বাংলাদেশে এসে দলের হাল ধরবেন, দেশের হাল ধরবেন। আধুনিক বাংলাদেশ গঠন করবেন।”

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন