ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি-র হত্যাকারীরা যদি ভারতে পালিয়ে গিয়ে থাকে, তাহলে ভারত–বাংলাদেশের বন্দিবিনিময় চুক্তি কাজে লাগিয়ে তাদের দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (২১ ডিসেম্বর) রাজধানীতে আয়োজিত এক দোয়া মাহফিলে এ আহ্বান জানানো হয়।
রাজধানীর মগবাজারে আল ফালা মিলনায়তনে শহীদ ওসমান হাদির স্মরণে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন,
“খুনিরা যদি দেশের বাইরে, বিশেষ করে ভারতে চলে গিয়ে থাকে, তাহলে সরকারের উচিত কূটনৈতিক মিশনগুলোকে কাজে লাগানো। ভারতের সঙ্গে বিদ্যমান বন্দিবিনিময় চুক্তি প্রয়োগ করে হলেও জাতির এই দাবি পূরণ করতে হবে।”
তিনি বলেন, আল্লাহ তায়ালা শহীদ ওসমান হাদির আকাঙ্ক্ষা পূরণ করেছেন। তার বিদায় ছিল বীরের বিদায়ের মতো, সম্মানের সঙ্গে। আল্লাহ তার পরিবারকে মর্যাদা দিয়েছেন এবং জাতির হৃদয়ে তাকে সম্মানিত করেছেন।
সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মিয়া গোলাম পরওয়ার বলেন, “গুলিবিদ্ধ হওয়ার ছয় ঘণ্টা পর কেন চেকপোস্ট বসানো হলো? কেন তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়নি?” তিনি অভিযোগ করেন, সরকারের গোয়েন্দা ব্যবস্থার ভেতরে লুকিয়ে থাকা ফ্যাসিবাদী শক্তি খুনিদের পালিয়ে যেতে সহায়তা করে থাকতে পারে। তার ভাষায়, “হাদি যা চাইতো, যারা তা চাই না, তারাই হাদির হত্যাকারী।”
তিনি আরও অভিযোগ করেন, এক শ্রেণির সাংবাদিক ও লেখক এমন ভাষ্য তৈরি করছেন যেন আওয়ামী লীগ ক্ষমতায় না এলে দেশে নির্বাচন সম্ভব নয়। এভাবে নতুন ন্যারেটিভ তৈরির মাধ্যমে আবারও আধিপত্যবাদ কায়েমের চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।
দোয়া মাহফিলে জামায়াত নেতারা অবিলম্বে হাদি হত্যার সুষ্ঠু তদন্ত, খুনিদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, বিচার না হলে এ ধরনের রাজনৈতিক হত্যাকাণ্ড আরও উৎসাহিত হবে, যা দেশের গণতন্ত্র ও নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে।
খুলনা গেজেট/এএজে
