শুক্রবার । ১২ই ডিসেম্বর, ২০২৫ । ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২

চব্বিশের গণঅভ্যুত্থানের ত‍্যাগ যেন বৃথা না যায়: মির্জা ফখরুল

গেজেট প্রতিবেদন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক দল ও শ‌ক্তিগুলোর মতপার্থক্যের কারণে জুলাইয়ের স্বপ্ন যেন বৃথা না যায়। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আয়ো‌জিত এক আলোচনা সভায় তি‌নি এ কথা বলেন। অধ্যাপক ড. মাহবুব উল্লাহ ও তার প্রয়াত সহধর্মিণী উম্মে সালমা আলো প্রণীত গ্রন্থগুলোর প্রকাশনা উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

রাজনৈতিক দল ও শ‌ক্তিগুলোর প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, চ‌ব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে বিজয় অর্জন করেছি, সবাই মিলে যেন সেই বিজয় সুসংহত রাখতে পারি। আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে। তবে সেই মতপার্থক্যের কারণে যেন আমাদের যে স্বপ্ন-আশা, এতগুলো ছেলে-মেয়ে যে আত্মহতি দিয়েছে- তাদের সেই স্বপ্ন যাতে বৃথা না যায়।

এ সময় ড. মাহবুব উল্লাহর বই নিয়ে আলোচনার পাশাপাশি তার সঙ্গে অতীত স্মৃতি রোমন্থন করেন মির্জা ফখরুল।

ক‌বি ও সম্পাদক আবদুল হাই শিকদারের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল ক‌বির খান, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী প্রমুখ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন