Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

বিদেশ যেতে চাচ্ছেন না খালেদা জিয়া

গেজেট ডেস্ক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ। চিকিৎসকরা বলছেন, তার উন্নত চিকিৎসা দরকার। তার পরিবার ক্রমাগত দাবি জানিয়ে আসছে তাকে বিদেশ যেতে দেয়া হোক। বিএনপি নেতারাও একই দাবি জানিয়ে আসছেন। কিন্তু বিএনপি নেত্রী কী চান তা জানা সম্ভব হচ্ছে না। কারণ তিনি জামিনে মুক্তি পাবার পর কোন শব্দ করেননি। মিডিয়া অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। গত ২৫ মার্চ স্বাস্থ্যগত কারণে তাকে ছয় মাসের জন্য জামিন দেয়া হয়।

তখন অবশ্য দু’টি শর্ত ছিল। এক, নিজের বাসায় থাকতে হবে। দুই, বিদেশ যেতে পারবেন না। এই শর্ত দু’টি তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন। বিদেশ যাওয়া নিয়ে বিভিন্ন সময় মিডিয়ায় খবর হয়েছে। কখনো পরিবার সূত্রে। আবার কখনো দলীয় নেতাদের আভাস ইঙ্গিতে। কিন্তু খালেদা জিয়ার কাছ থেকে কোনো বক্তব্য না আসায় জল্পনার মধ্যেই থেকে গেছে। তবে সর্বশেষ একাধিক সূত্রে জানা গেছে খালেদা জিয়া তার ঘনিষ্ঠজনদের বলেছেন তিনি আপাতত বিদেশ যেতে চাচ্ছেন না। কিন্তু কেন? তা তিনি খোলাসা করেননি।

তবে একাধিক সূত্রের দাবি দেশের মানুষকে এই অবস্থায় রেখে তিনি বিদেশ না যাবার পক্ষেই সিদ্ধান্ত নিয়েছেন। ওদিকে ৬ মাসের জামিন শেষে তার অবস্থান কি হবে তা এখনও অস্পষ্ট।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন